Monday, May 8, 2017

Baahubali 2: The Conclusion

Baahubali 2: The Conclusion in Hindi dubbed


Baahubali 2: The Conclusion (English: The Man With Strong Arms: The Conclusion) is a 2017 Indian historical fiction film co-written and directed by S. S. Rajamouli. The film was produced by Tollywood studio Arka Media Works. It is the continuation of Baahubali: The Beginning. Simultaneously made in both Telugu and Tamil languages, the film stars major actors from Tollywood industry with Prabhas, Rana Daggubati and Anushka Shetty in lead roles. Initially, both parts were jointly produced on a budget of ₹250 crore (₹2.5 billion), however, the budget of the second part was increased later. Baahubali 2: The Conclusion has made a record of highest pre-release business with ₹500 crore (₹5 billion).

The film was released worldwide on 28 April 2017. Baahubali 2 was the first Telugu film to be released in 4K High Definition format. It is estimated that close to 200 screens are being upgraded to 4K projectors before the release date of the movie.

Baahubali 2 became the first Indian film to get a worldwide gross of more than ₹500 crore (₹5 billion) in all languages in just three days. Baahubali 2 became the highest grossing Indian film ever with worldwide gross of approx ₹900 crore (₹9 billion) in all languages in just seven days, surpassing PK worldwide gross of ₹792 crore. On the 9th day, Baahubali 2 became the first Indian film ever to collect ₹1000 crore.


Cast
Prabhas as Amarendra Baahubali and Mahendra Baahubali alias Shivudu (Shiva in Hindi and Shivu in Tamil)
Rana Daggubati as Bhallala Deva (Pallvalthevan in Tamil)
Anushka Shetty as Yuvarani (Princess) / Rajmata (Queen Mother) Devasena
Ramya Krishnan as Maharani (Queen) / Rajmata (Queen Mother) Sivagami
Sathyaraj as Kattappa, a slave and commander of the King's guard
Tamannaah as Avanthika, member of a rebel group who wants to free Devasena
Nassar as Bijjaladeva (Pingaladeva in Tamil), father of Bhallala Deva
Subbaraju as Kumara Varma, maternal uncle of Devasena
Prudhviraj as Prime Minister of the Kunthala Kingdom
Meka Ramakrishna as Jaya Varma, the King of Kunthala and leader of the rebel group
Rohini as Sanga




Or



Saturday, March 25, 2017

Earn Money to Traffichuricane Plus

This company's advertising & sharing plans were carefully thought through to provide a mutually beneficial experience over the long term.

With such plans you can't go wrong, because the quality of advertising services you're paying for out-weigh the price. Advertising purchases are delivered fast, and withdrawals are processed within 24 hours.

Share Up To 110 % - 10% Affiliate ProgramShare up to 110%

10% Affiliate Commissions

This really is good and quality advertising. Give this one some real attention.

Perfect for promoting new releases, and your other opportunities.

Share Up To 110 % - 10% Affiliate Program

You can use the traffic exchange for free, so there's no reason not to try this one out!


Wednesday, March 22, 2017

Provillus

ID:  422

Name: Provillus CPA

Description: Provillus Hair Loss Treatment. Discover why more people are turning to PROVILLUS to PREVENT HAIR LOSS and REGROW HAIR with the only FDA APPROVED ingredient on the market. Rated NO.1 Hair Loss Treatment on the Market!


Expiration Date: December 31, 2019

Countries: All Countries/Regions
except: Benin, Botswana, Central African Republic, Cambodia, Cameroon, Ghana, Gambia, Guyana, Indonesia, Kenya, Mexico, Namibia, Niger, Nigeria, Pakistan, Qatar, Rwanda, Swaziland, Tunisia, Zambia.





Some of Product Pictures:











Tuesday, March 21, 2017

Neobux থেকে কিভাবে দৈনিক ৫ ডলার আয় করবেন জেনে নিন !!!

আমরা অনেকেই হয়তো  Neobux এ কাজ করা শুরু করে দিয়েছি বা অনেক দিন ধরে কাজ করছি কিন্তু ইনকাম করতে পারছি না একেবারেই। অনেকে আবার নিউবাক্সে কাজ  শুরু করব ভাবছি, কেউ আবার ভাবছি জগতে কত পিটিসি সাইটের নামতো শুনলাম, বেশির ভাগই স্ক্যাম করে চলে যায়। কিন্তু ৯৯% নিশ্চয়তা এই সাইটটিতে পাবেন। এই সাইট থেকেই  আয় করার ইচ্ছা নিয়ে কাজ শুরু করুণ ইনশা অাল্লাহ আপনিও সফল হবেন।তবে এক্ষেত্রে একটু ভাল দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে।

কাজ না করলে শুধু শুধু একাউন্ট না করার জন্য অনুরোধ রইল।

প্রারম্ভিক বক্তব্য
নিউবাক্স পিটিসি সাইটের একটি আলোচিত নাম। পৃথিবীতে প্রায় লক্ষাধিক ব্যক্তি নিউবাক্স থেকে বড়লোক হয়েছেন যা অতিব সত্য। নিউবাক্সের আয় শুরু হয় অতি অল্প দিয়ে আর ৬-৯ মাস কাজ করার পর আয়ের পরিমাণ হয় অবিশ্বাস্য। এর জন্য দরকার একটু মাথা খাটানো আর থাকা চাই আত্মবিশ্বাস ও ধৈর্য্য। জানতে হয় নিউবাক্সের বিজনেস পলিসি। এক সময় বাংলাদেশে নিউবাক্স সম্পর্কে জানা শোনা লোক ছিল অল্প। বর্তমানে বাংলাদেশে অনেকেই কাজ করছেন এবং নিউবাক্স সম্বদ্ধে জানেন। কাজেই আপনার জন্য এখন বেটার চান্স।

ছোট একটি ধারণা:
আপনি শুরুতেই Neobux থেকে ভাল আয় করবেন এমনটা আশা করা থেকে বিরত থাকুন। ফ্রী মেম্বার হিসেবে যদি আপনি দিনে ২০টি অ্যাড ভিউ করেন তাহলে আপনার আয় হবে মাত্র ২ সেন্ট। তবে পরিকল্পনা করুন কিভাবে এই সেন্টকে ডলারে রূপান্তর করবেন।

সুবিধাসমূহ
1.withdraw দেয়ার সাথে সাথে  instant টাকা Paid করা হয়।

2.server অত্যন্ত ভালো ও very high speed.

3. মাত্র ২ ডলার হলেই withdraw করা যায়।

4. Live Support ব্যবস্থায় সরাসরি সমস্যার সমাধান পাওয়া যায়।

5. এছাড়া কোম্পানির Support ব্যবস্থা অত্যন্ত কার্যকর।

অসুবিধাসমূহ
মোবাইল এবং প্যাড ব্যবহার করা নিষিদ্ধ।
একটি কম্পিউটার  দিয়ে মাত্র একটি একাউন্ট করা যাবে।
নিউবাক্সে কাজ করতে একটি সেপারেইট IP ব্যবহার করতে হবে।

আয়ের আসল ক্ষেত্র:
PTC সাইট সম্পূর্ণ নির্ভর করে আপনার রেফারাল এর উপর।যার রেফারাল যতো বেশি তার আয় ততো বেশি। তাই আপনার যদি কোন রেফারাল না থাকে তাহলে ১ সেন্টকে ১ ডলারে রূপান্তরিত করতে অনেক সময় লেগে যেতে পারে।। হয়তো বা আপনি ততদিনে এই সাইট থেকে আয়ের আশাই ছেড়ে দিবেন। তাই Neobux এর সব থেকে ভাল দিক হল আপনার Direct রেফারাল  বাড়ানো। আর Direct রেফারাল না থাকলে নিউবাক্স থেকে রেন্ট রেফারেল ভাড়া করতে পারেন।

পরবর্তী স্টেপ:
Direct রেফারাল কিভাবে বাড়াবেন এবং রেন্ট রেফারেলদের কিভাবে পরিচালনা করবেন তার আলোচনা এই সপ্তাহের ভিতরে আমি একটি গবেষণামূলক ফিচার পোষ্ট লিখব ইনশা আল্লাহ।আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আশা করছি।

নিউবাক্স এর যাত্রা শুরু:
নিউবাক্স ২৫ মার্চ ২০০৮ সালে প্রাক রেজিষ্ট্রেশনের মাধ্যমে তাদের কাজ শুরু করে। তারপর  অফিসিয়ালভাবে কাজের উদ্ভোধন হয় ৩০ এপ্রিল ২০০৮ সালে। শুরু থেকে এখন পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই  neobux তাদের কাস্টমারদের পেমেন্ট দিয়ে আসছে।বর্তমানে (neobux) এর ৩ কোটি মেম্বার আছে। তাছাড়া প্রতিদিন তাদের সদস্য সংখ্যা বেড়েই চলেছে।

নিউবাক্স–এ আমার যাত্রা শুরু এবং বর্তমান অবস্থা:
নিউবাক্স-এ আমার যাত্রা শুরু: ০১-০৯-২০১৫
গোল্ডেন মেম্বারশীপ অর্জন: ২৭-১০-২০১৫
গোল্ডেন প্যাক ক্রয়: ১১-১১-২০১৫
বর্তমানে  Direct Referrals :  ৭৭ জন।
বর্তমানে Rental Referrals : ১৪৮৮ জন
প্রতিদিন নিউবাক্স থেকে আয় ২২/২৩ ডলার।

নোট : প্রথম থেকে এই লিখাটি পোস্ট করা পর্যন্ত একদিনও আমি কাজ মিছ করি নাই।
যারা আমার রেফারেল লিংক ব্যবহার করে কাজ করতে ইচ্ছুক আমি তাদেরকে সব রকমের ট্রেনিং দিতে প্রস্তুত। আসলে এই ছোট একটি সাইট নিউবাক্স-এ জানার আছে অনেক কিছুই। নিউবাক্স এর পলিসি ভালোভাবে বুঝতে না পারলে আয় বাড়ানো খুবই কঠিন।একটি দ্রুভ সত্য কথা হলো পিটিসি সাইটে কাজ করে শতকরা ১০ জন লোক প্রতিষ্টিত হতে পারেন। বাকী ৯০% লোক পিটিসি সাইটের নিয়ম না জানার কারণে এবং দৈর্য শক্তির অভাবে কিছুদিন কাজ করার পর কাজ করা ছেড়ে দেন।

নিউবাক্স থেকে দু’টি পদ্ধতিতে আয় করা যায়। নিচে বিস্তারিত আলোচনা হবে।

প্রথম পদ্ধতি
কোনো ইনভেস্ট না করে আয় করা:
এ পদ্ধতিতে আয় করতে একটু সময় লাগবে। কিন্তু একদিন না একদিন আপনার আয়ের পরিমাণ দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন।

https://www.neobux.com/?r=ASKRubel2345


উপরের লিংকে ক্লিক করে আপনি একটি ফ্রি একাউন্ট খুলুন। তারপর টানা ১৫ দিন কাজ করে যান।


অথবা নিচের ব্যানারে ক্লিক করে একাউন্ট খুলতে পারেন


Server Time পরিবর্তন হয়েছে (১৩-০৩-২০১৬ তারিখ থেকে)
যেই সময় আপনি একাউন্ট খুলবেন এই সময় হলো আপনার লকাল টাইম ( Local Time ) ।আপনি প্রতিদিন নিউবাক্স এর সার্ভার টাইমে ( Server Time ) ক্লিক করতে হবে। আমাদের দেশীয় সময় সকাল ১০ ঘটিকার সময় নিউবাক্স এর নতুন দিন শুরু হয়। এবার আপনি প্রতিদিন একাউন্টে ঢুকে এডগুলোতে ক্লিক করতে থাকুন। একদিনও যেন মিছ না হয়। বিশেষ করে হলুদ রংয়ের ৪ টি নির্ধারিত এডে ( Fixed Advertisement ) ক্লিক করবেন। তা না হলে আপনার রেফারেল কমিশন পাবেন না। আজকে যে এডগুলোতে কিালক করবেন তার বিনিময়ে আগামী কালকে আপনার রেফারেল কমিশন দেয়া হবে।

কিভাবে কাজ করবেন:
লগিং করার পর উপরে View Advertisements লিখায় ক্লিক করে প্রতিটি এড দেখা শুরু করবেন। এভাবে সব কয়টি এডে ক্লিক করে এড দেখবেন। বিশেষ করে হলুদ রংয়ের ৪টি (Fixed Advertisements) এডগুলোতে ক্লিক করবেন। তা না করলে আপনার রেফারেল ইনকাম পাবেন না। এডগুলো দেখার সময় কোনো কোনো কম্পিউটারে Flash না থাকলে সমস্যা হবে। এ রকম সমস্যা ধেখা দিলে Flash player টি download করে install করে নিবেন। নিচের লিংকে ক্লিক করলেই এই flash player download করতে পারবেন।

আয় বাড়াবেন কিভাবে :
টানা ১৫ দিন কাজ করার পর আপনি রেফারেল ঢুকানোর যো্গ্যতা অর্জন করবেন। তখন আপনার রেফারেল লিংক কপি করে তা বন্ধুদের কাছে অথবা আত্মীযদের কাছে শেয়ার করুন। তাদেরকে আপনার লিংকে ঢুকাতে থাকুন। আস্তে আস্তে আপনার আয় বেড়ে যাবে।যখন আপনার একাউন্টে ৬০০ পয়েন্ট জমা হবে তখন ৩ জন রেন্ট রেফারেল ভাড়া করবেণ।এতে আপনার আয় আরো বেড়ে যাবে। এভাবে টাকা উত্তোলন না করে রেন্ট রেফারেল বাড়াতে থাকুন যতক্ষন না আপনার রেন্ট রেফারেল ( Rental Referrals ) 250 হবে। 250জন রেন্ট রেপারেল হলে 90ডলার দিয়ে চাইলে আপনি গোল্ডেন মেম্ভারশীফ আর্জন করতে পারেন। তাহলে আপনার আয়ের পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে।রেন্টাল রেফারেল ক্লিক করলে আপনার একাউন্টে ব্যালেন্স জমা হবে। আর হ্ঁ্যা, যে সকল রেন্টাল রেফারেল ৫ দিন পর্যন্ত ক্লিক না করবে তাদেরকে রিসাইকেল (Recycle)করবেন। 

১৫ দিন কাজ করলে কি দাড়াবে?
১৫ দিন কাজ করার কারণে আপনার একাউন্ট ব্যালেন্স হতে পারে:- ৩২ গুণ ০.০০১ গুণ ১৫ দিন = ৪৮০ পেনি। এখনো আপনার ১ ডলার হতে বাকী আছে ৫২০ পেনি।১৫ দিন কাজ করার কারণে আপনি Direct Referrals প্রবেশ করানোর যোগ্যতা অর্জন করলেন। ১৫ দিন পর আপনি কয়েক জন Direct Referrals ঢুকাতে পারেন। যারা কাজ করলে প্রতিদিন আপনার একাউন্টে ব্যালেন্স জমা হবে।ধরুন, আপনি কোনো Direct Referrals ঢুকাতে পারবেন না। তাহলে আপনার আরো ৫ দিনের মতো কাজ করতে হবে। তখন আপনার একাউন্টে ব্যালেন্স হবে:- ৩২ গুণ ০.০০১ গুণ ৫ দিন = ১৬০ পেনি। মোট ব্যালেন্স হবে- ৪৮০+১৬০= ৬৪০ পেনি।

এখন আপনি ৬০০ পেনি দিয়ে ৩০ দিনের জন্য ৩ জন Rent Referrals কিনবেন। এই Rent Referrals এর কেউ যদি একদিন কাজ করে তাহলে আপনার একাউন্টে সাথে সাথে ২০ পেনি জমা হবে। ৩ জন কাজ করলে ২০ গুণ ৩= ৬০ পেনি হবে। এভাবে আপনার আয়ের গতি বাড়তে থাকবে। এদিকে আপনার কাজের আয় তো জমা হবেই।

এভাবে ১০ দিন চলতে থাকলে আপনার একাউন্ট ব্যালেন্সে আরো ৩ জন Rent Referrals কেনার টাকা হয়ে যাবে। এই টাকা দিয়ে বার বার Rent Referrals কিনতে থাকুন। আর আপনার নিজের কাজ চালিয়ে যান। এই নিয়মে ২ মাস কাজ করার পর আপনার আয়ের গতি অবশ্যই বেড়ে যাবে।

এতো দিনে আপনিও জেনে যাবেন নিউবাক্সের খুটিনাটি বিষয়াদি। এতক্ষণ আমি যে আলোচনা করলাম তা হলো কেবল এডগুলোতে ক্লিক সম্পর্কে। এডে ক্লিক দিয়েতো আয় করবেন সেইসাথে মিনিজব, সার্ভে, পয়েন্ট অফার, কয়েন অফার ইত্যাদি থেকে প্রতি সপ্তাহে ইনকাম করা যাবে অন্তত ১-২ ডলার। আর এই কাজগুলো করার জন্য আপনাকে নিউবাক্স থেকে কিছু পয়েন্ট দেয়া হবে। এই পয়েন্ট দিয়ে আপনি Rent Referral দের Recycle ও Extend করতে পারবেন।

আর এই কাজগুলো করতে হলে আপনাকে নিউবাক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

এভাবে ৩ মাস কাজ করলে আপনার দৈনিক ইনকাম হতে পারে ৩ ডলার এবং মাসিক ইনকাম দাড়াবে ৩ গুণ ৩০= ৯০ ডলার। অর্থাৎ ৭২০০ টাকা।

পরামর্শ:
প্রথমে ২ ডলার উত্তোলন করে পরিক্ষা করবেন। যদি সাথে সাথে টাকা একাউন্টে চলে যায় তাহলে কাজ করবেন, না হলে কাজ বন্ধ করে দিবেন।আর যদি একাউন্টে চলে যায় তাহলে আর কোনো টাকা উত্তোলন না করে Rent Referrals কিনতে থাকবেন।এভাবে কাজ করে যখন আপনার Rent Referrals 250 জন হবেন তখন একাউন্ট আপগ্রেড করার টার্গেট করবেন। একাউন্ট গোল্ডেন না করলে নিউবাক্সে ইনকামের মজা পাবেন না।যেদিন একাউন্ট আপগ্রেড করবেন, মনে রাখবেন আপনার অপেক্ষা ও কষ্টের দিন অনেকটাই কমে গেছে।

একাউন্ট আপগ্রেড করলে কী হয়?
প্রতিদিন আপনাকে ৯টি Fixed Advertisements দেয়া হবে যার ১টির মান হলো ১০ পেনি। আপনি প্রতিদিন পাবেন ১০ গুণ ৯= ৯০ পেনি। আর আরো যে এডগুলো দেয়া হবে এগুলোতো থাকবেই।প্রতি Rent Referrals ক্লিক করলে আপনি পাবেন প্রতিজনে ৪০ পেনি। যদি Rent Referral দের মধ্যে মোট ২৫ জন ক্লিক করে তখন আপনি পাবেন ১ ডলার। এদিকে Direct Referral দের একজন কাজ করলে আপনি জনপ্রতি পাবেন ২০ পেনি। এখন হিসেব মিলিয়ে দেখুন আপনার আয়ের গতি কেমন।

Rent Referrals ক্লিক না করলে কী করবেন?
প্রথমেই বলি, আপনি Rent Referrals কিনবেন বাংলাদেশের সময় রাত ঠিক ১২টার পর। রাত ১২টা থেকে সাড়ে ১২টার ভিতরেই Rent Referrals কিনবেন। তাহলে আপনি ভালো মানের Rent Referrals পাবেন। এরা সবাই কাজ করবে। এরপরও কিছু Rent Referrals কাজ নাও করতে পারে। তখন প্রতি ৫ দিন পর এদেরকে Recycle করবেন।নিউবাক্সের কিছু টেকনিক আছে আপনাকে সেটা আবিস্কার করতে হবে। তাহলে আপনার জীবনের মোড় পাল্ঠে যাবে।

দ্বিতীয় পদ্ধতি
সামান্য টাকা ইনভেস্ট করবেন।
প্রথমেই বলে রাখি যে, নিউবাক্স-এ টাকা ইনভেস্ট করলে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই। এটা পৃথিবীর নাম করা ভালো ও বিশ্বস্থ কোম্পানি।আপনি একটি ফ্রি একাউন্ট খুলুন। ফ্রিতে একাউন্ট খুললে আপনি হবেন একজন  Standard Member. তারপর ২০ ডলার দিয়ে ১০০ জন রেন্ট রেফারেল কিনতে হবে।

এরপর টানা ৭দিন কাজ করে যান। ৭দিন কাজ করলে এবং আপনার রেন্ট রেফারেলদের কাজের আয় হিসেব করে যা ডলার হবে এগুলো মিলিয়ে আরো যদি ডলারের দরকার হয় পাইজা একাউন্ট থেকে এনে আরো ২০ ডলার দিয়ে পুনরায় ১০০ জন রেন্ট রেফারেল কিনবেন। এবং আরো ৭দিন কাজ চালিয়ে যাবেন। ৭দিন কাজ করলে আপনার একাউন্টে আশা করি ২০ ডলারের মতো টাকা জমা হয়ে যাবে। এই ২০ ডলার দিয়ে তৃতীয় সপ্তাহে আবার ৫০ জন রেন্ট রেফারেল কিনবেন। কাজেই ২১ দিন অতিবাহিত হওয়ার পর আপনার এখন মোট ২৫০ জন রেন্ট রেফারেল হল। এবার আর রেন্ট রেফারেল না কিনে ৭দিন এদেরকে পরিচালনা করুণ। যে সকল রেন্ট রেফারেল ক্লিক করবে না তাদেরকে রিসাইকেল করুণ। এভাবে ৪র্থ সপ্তাহের মধ্যেই আপনার রেন্ট রেফারেলদের ক্লিক এভারেইজ ভালো পজিশনে নিয়ে যেতে হবে।

এভারেইজ ভালো হলেই ৯০ ডলার দিয়ে আপনার একাউন্ট আপগ্রেড করূণ। একাউন্ট আপগ্রেড করলে কি হবে এটাতো পূর্বে আলোচনা করেছি।এইভাবে রেন্ট রেফারেল কেনা এবং একাউন্ট আপগ্রেড করাতে আপনার ১০ হাজার টাকা খরচ হয়ে যেতে পারে।একাউন্ট আপগ্রেড করার পর প্রতি সপ্তাহে ১০০ জন করে রেন্ট রেফারেল কিনতে পারেন। কিন্তু আমার পরামর্শ হল রেন্ট রেফারেল না কিনে এই ২৫০ রেফারেলদের অন্তত ৩ মাসের জন্য extend করা। সবাই যখন ৩/৮ মাসের জন্য extend করবেন তারপর প্রতি সপ্তাহে ১০০ জন করে রেন্ট করে করে ২০০০ রেন্ট রেফারেল কিনতে থাকবেন। আর হ্যাঁ, রেন্ট রেফারেল ক্লিক না করলে ঘাবড়ানোর কোনো দরকার নেই।তার কারণ নিচে আলোচনা করা হলো:

রেন্ট রেফারেল যদি কাজ না করে?
যদি আপনি গোল্ডেন মেম্বার হন তাহলে রিসাইকেল করার দরকার নেই। কারণ রেন্ট রেফারেল যদি ১৪দিন ক্লিক না করলে গোল্ডেন মেম্বার হিসেবে কোম্পানি আপনাকে বিনা টাকায় এদেরকে রিসাইকেল করে দিবে। এতে আপনার কোনো ফি লাগবে না।আপনি কেবল রেফারেলদেরকে extend করতে থাকুন।

২০০০ রেন্ট রেফারেল হলে আপনার প্রতিদিনের ইনকাম হবে ২৫-৩০ ডলার। গড়ে ২৫ ডলার হলে মাসে হবে ২৫ গুণ ৩০= ৭৫০ ডলার। এই ডলার থেকে রেন্ট রেফারেলদের খরচ বাবদ লাগবে ১০ গুণ ৩০= ৩০০ ডলার। বাকী থাকল ৪৫০ ডলার। তার মানে আপনার মাসিক ইনকাম দাড়ালো ৪৫০ গুণ ৮০= ৩৬০০০ টাকা (আনুমানিক হিসেব ) ।

রেন্টাল রেফারাল Maintenance policy:
প্রথমেই Neobux এ আপনার সার্ভার এর সময় এবং আপনার অ্যাড রিসেট হওয়ার সময় খুজে বের করুন। Neobux এর নিয়ম অনুযায়ী আপনি যদি আপনাকে দেওয়া ৪টি হলুদ রঙের অ্যাড ক্লিক না করেন তাহলে পরবর্তী দিন আপনি আপনার কোন রেফারাল থেকে আয় করতে পারবেন না। এমনকি আপনার Direct Referral থেকেও না।

দৈনিক ৫ ডলার আয় করবেন কীভাবে?

দৈনিক ৫ ডলার ইনকাম করতে চাইলে আপনার কি কি লাগবে?

১. একাউন্ট আপগ্রেড থাকতে হবে

২. একটি android  মোবাইল থাকতে হবে

৩. ২৫০ জন রেন্ট রেফারেল থাকতে হবে

৪. Account এর বয়স ৬ মাস হতে হবে

কিভাবে আপনি Neobux এর সার্ভার সময় জানতে পারবেন?
প্রথমে আপনার Neobux এর অ্যাকাউন্ট এ লগিন করুন। তারপর View Advertisement এ ক্লিক করুন। নতুন পেজ আসলে পেজ এর উপরের দিকে বাম দিকে দেখুন আপনার অ্যাড রিসেট এর সময় এবং ডান দিকে বর্তমান সার্ভার এর সময় দেওয়া আছে। এখন আপনি হিসাব করে নিন।

সবথেকে ভাল আপনি একদিন খুব ভাল ভাবে খেয়াল করুন কখন আপনার অ্যাড রিসেট হচ্ছে। মানে বাংলাদেশী সময়ের ঠিক কোন সময় আপনার অ্যাড রিসেট হচ্ছে তাহলে আপনার ক্লিক করতে সুবিধা হবে। প্রতিদিন ঠিক ঐ সময়েই আপনি নতুন অ্যাড পাবেন। যেমন আমার অ্যাড রিসেট হয় প্রতিদিন বাংলাদেশী সময়ে বিকাল ৪ টা ৪৭ মিনিটে।

আমার মনে হয় সার্ভার এর সময় এবং অ্যাড রিসেট সময় সম্পর্কে একটু হলেও আপনাদের ধারনা দিতে পেরেছি। প্রথম প্রথম একটু কঠিন মনে হবে তবে এটা নিশ্চিত খুব তাড়াতাড়ি-ই আপনি সব শিখে যাবেন।

**ডিসকাউন্ট**
আপনি Autopay চালু রাখলে ১৫% ডিসকাউন্ট পাবেন। যেমন আপনার প্রতিটি রেফারাল এর জন্য প্রতি মাসে পে করতে হবে ৩০ সেন্ট তবে আপনি যদি অটো পে চালু রাখেন তাহলে পে করতে হবে ২৫.৫ সেন্ট

এবার আসি রিনিউ এর ডিসকাউন্ট এ
১৫ দিনের জন্য ০%
৩০ দিনের জন্য ৫%
৬০ দিনের জন্য ১০%
৯০ দিনের জন্য ১৮%
১৫০ দিনের জন্য ২৫%
২৪০ দিনের জন্য ৩০%
এখন দেখা যাচ্ছে ১৫, ৩০ এবং ৬০ দিনের রিনিউ এর জন্য আমরা যে ডিসকাউন্ট পাচ্ছি তা অটো পে এর ডিসকাউন্ট থেকে কম (১৫%)। তাই অটো পে চালু রাখাই সবচেয়ে ভাল। তবে আপনি যদি ৯০ বা তার চেয়ে বেশি দিনের জন্য রিনিউ করেন তাহলে অটো পে বন্ধ রাখুন এবং আপনার রেফারাল এর মেয়াদ বাড়িয়ে নিন।


এবার বলবো সব থেকে important বিষয় BEP সম্পর্কে।

BEP কি?
BEP মানে হচ্ছে break even point বা আপনার ভাড়া করা রেফারাল এর গড় (avg.)

ক্লিক এর পরিমান। এখন আপনার রেফারাল এর পরিমানের উপর আপনার BEP এর পরিমান কম বেশি হবে। আপনি যদি আপনার BEP এর নিচে থাকেন তাহলে আপনি লস এ আছেন আর যদি BEP এর উপরে থাকেন তাহলে লাভ এ আছেন।

কখন আপনি একটি রেফারাল Recycle করবেন?
এর জন্য প্রথমে আপনাকে আপনার BEP নির্ণয় করতে হবে।

Standard Member বা ফ্রি মেম্বার হিসেবে আপনি নিচের হিসাব অনুসরণ করুন।

আপনার যদি ১ – ২৫০টি রেফারাল থাকে তাহলে রিনিউ এর সময়ের ওপর আপনার BEP কমবে বা বাড়বে।

যেমন,
রেফারাল এর মেয়াদ
Break even point (BEP)
১৫ দিন =১.৩৩৩
৩০ দিন = ১.২৬৭
৬০ দিন = ১.২০০
৯০ দিন = ১.০৮৯
১৫০ দিন = ১.০০
২৪০ দিন = ০.৮৭

এসব বিষয় জানতে চাইলে help এবং FAQ ভালোভাবে পড়বেন। এছাড়া যদি সমস্যা হয় তাহলে support এ massage এর মাধ্যমে জানতে পারবেন। neobux support প্রক্রিয়া খুবই সচল। আপনার massage এর উত্তর ১-২ ঘন্টার ভিতরে জানিয়ে দেয়া হবে।

Tuesday, January 31, 2017

ফেসবুকে Like ক্লিক করে আয় করুন

Facebook এ বসে শুধু সময় নষ্ট করবেন? নাকি আপনার Facebook একাউন্টের মাধ্যমে কিছু টাকা কামাবেন? হ্যাঁ. এখন আপনি চাইলে আপনার Facebook একাউন্টের মাধ্যমে টাকা কামাতে পারবেন। আপনাকে আজ এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি টাকা কামাতে পারবেন। সাইটটির নাম হচ্ছে shareyt শুধুমাত্র Like & Follow এর মাধ্যমেই আপনি দিনে ২০ মিনিটের চেয়ে কম কাজ করে ১০০টাকা আয় করতে পারবেন। আপনি $1 ডলার হলেই PayPal বা bKashBD এর মাধ্যমে টাকা পাবেন। তবে আর দেরি কেন? আজই Register করে আয় শুরু করে দিন।i
প্রথমে সাইটাটে যান click here
এবার signup লেখাই ক্লিক করুন।
তারপরে Username, Email, Password, Gender পুরন করে Signup বাটনে ক্লিক করুন।
রপর register হয়ে গেলে loin করুন।
তারপর Earn Coins এর নিচে Facebook -> faceook fanpage like ক্লিক করুন।
এখাণে লাইক বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করার পর ছেটো উনডোসটি কেটে দিন। আপনার একাউন্টে coins যোগ হয়ে যাবে। এভাবে লাইক করতে থাকেন। 1000 coins হয়ে গিলে Cash -> cash out বাটনে ক্লিক করুন skrill or bkash তারপর request cashout বাটনে ক্লিক করলে withdraw হয়ে যাবে।
এখানে আপনি FB Page like, FB websites, like FB Photo likes, Fb Share, FB followers etc এর মাধ্যমে coins আয় করতে হবে। 1000 coins এ $1 ডলার দায়।
এবার কিভাবে টাকা হাতে পাবেন। এই সাইটা skrill, PayPal ও bKashBD মাধ্যমে টাকা নিতে পারবেন।
১ ডলার হলে তুলতে পারবেন। টাকা তুলতে Cash -> cash out বাটনে ক্লিক করুন। তারপর Payment processor এ PayPal or skrill or bKash সিলেট করে নিচে আপনার বিকাস মোবাইল নাম্বারটি দিয়ে Submit বাটনে ক্লিক করুন। টাকা আপনাক বিকাসে চলে আসবে।

এখন থেকে টাকা ইনকাম হবে লাইক, কমেন্ট এবং পোস্ট করে

অনেকেই আছেন সারাদিন ফেসবুকে সময় কাটায়। চেট করি, পোস্ট করি, কমেন্ট করি,,,অনেক ফান হয়।,,,আজকে আমি এমন একটা সোশ্যাল সাইট এর কথা বলব, যেখানে আপনি বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারবেন, চেট করতে পারবেন, পোস্ট করতে পারবেন যেকোনো কিছু,,,এইটা ফেসবুক এর মতই একটা সাইট। কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। শুধুমাত্র লাইক, কমেন্ট, চেট করে ইনকাম করতে পারবেন!! 😊

কিন্তু ফেসবুক এ আপনি লাইক, কমেন্ট, চেট করে ইনকাম করতে পারছেন না।

বিস্তারিত জানতে ঃ  https://youtu.be/o2m7cW-vDaI

যারা আগ্রহী তারা রেজিস্ট্রেশন করুন এই লিঙ্ক এ :

যারা জয়েন করবেন অবশ্যই ভেরিফাই করবেন ইমেইল থেকে। না হলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবেনা।

Friday, January 27, 2017

Kaabil

Kaabil (English: Capable) is a 2017 Indian Hindi-language film directed by Sanjay Gupta, written by Vijay Kumar Mishra, produced by Rakesh Roshan under his banner FilmKraft Productions. It features a love affair between two blind people, played by Hrithik Roshan and Yami Gautam. Music is composed by Rajesh Roshan. Principal photography of the film began on 30 March 2016.

Kaabil released on 25 January 2017, along with its Tamil and Telugu dubbed versions.

Cast
Hrithik Roshan as Rohan Bhatnagar
Yami Gautam as Supriya Bhatnagar
Ronit Roy as Madhavrao Shellar
Rohit Roy as Amit Shellar
Narendra Jha as Police Officer Chaubey
Suresh Menon as Zafar
Md. Sahidur Rahaman as Wasim
Akhilendra Mishra as Wasim's Father
Girish Kulkarni
Urvashi Rautela (special appearance in song)



Or,


Or,


Thursday, January 26, 2017

Raees (2017)

Raees (English: Wealthy) is a 2017 Indian action crime thriller film directed by Rahul Dholakia and produced by Gauri Khan, Ritesh Sidhwani and Farhan Akhtar under their banners Red Chillies Entertainment and Excel Entertainment. It stars Shah Rukh Khan, Mahira Khan and Nawazuddin Siddiqui.

Raees was said to be based on criminal Abdul Latif's life, though the filmmakers deny this, saying "The story of the film is a pure work of fiction, not based on any person; living or dead." The film released on 25 January 2017.

Cast
Shah Rukh Khan as Raees
Mahira Khan as Aasiya, Raees's wife
Nawazuddin Siddiqui as Superintendent of Police Jaideep Ambalal Majmudar
Mohammed Zeeshan Ayyub as Sadiq, Raees's childhood friend
Atul Kulkarni
Sheeba Chaddha as Raees's mother
Sunny Leone as Guest appearance in song "Laila Main Laila"



Or,


Or,




Contact Form

Name

Email *

Message *