Saturday, June 18, 2016

Sarrainodu (2016)

Sarainodu (English: The Right Man) is a 2016 Indian Telugu-language action-masala film written and directed by Boyapati Srinu. Produced by Allu Aravind under the Geetha Arts banner, it features Allu Arjun, Rakul Preet Singh and Catherine Tresa in the lead roles while Srikanth appears in a supporting role. S. Thaman composed the film's score and soundtrack. Rishi Punjabi is the cinematographer.
The film had a worldwide release on 22 April 2016. The film's Malayalam dubbed version, titled Yodhaavu, is slated for release on 13 May 2016. Upon release the film met with mixed to positive reviews praising the performances of Allu Arjun and Aadhi.This movie became blockbuster at box office.


Cast:
Allu Arjun as Gana
Catherine Tresa as Hansitha Reddy
Rakul Preet Singh as Mahalakshmi
Srikanth as Sripati
Aadhi as Vairam Dhanush
Suman as DGP Mallikarjun
Jayaprakash as Umapati "U. P."
Saikumar as Jaya Prakash "J. P."
Vijayakumar
Adarsh Balakrishna as Paddam Veerendra
Devadarshini as Sripati's wife
Brahmanandam as Umapati's neighbour
Vinaya Prasad as Gana's mother
Surekha Vani as Padma
Jaya Prakash Reddy
Pradeep Rawat as Obul Reddy
Kitty as Dhanush's father


Directed by Boyapati Srinu
Produced by Allu Aravind
Written by M. Rathnam (dialogues)
Screenplay by Boyapati Srinu
Story by        Boyapati Srinu
Starring        Allu Arjun
       Rakul Preet Singh
       Catherine Tresa
       Srikanth
       Aadhi Pinisetty
Music by        S. Thaman
Cinematography Rishi Punjabi
Production
company Geetha Arts
Release dates 22 April, 2016
Running time 160 minutes
Country India
Language Telugu
Budget ₹50 crore (US$7.4 million)
Box office est.₹114 crore (US$17 million)

Watch and download from the You-Tube:



Download from the other sites:

Or,
Or,
Or,

Microsoft Office Word 20007 Bangla Video Tutorial

জেনে নিন একশতটি কবীরা গুনাহ!

পবিত্র কোরান শরিফে আল্লাহ তাআলা ইরশাদ করেন – তোমরা যদি সেই মহা পাপ সমূহ থেকে বিরত থাকতে পারো, যাহা হইতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলেই আমি তোমাদের অপরাধ ক্ষমা করবো এবং তোমাদেরকে সন্মানপ্রদ গন্তব্যস্থানে প্রবিষ্ট করবো। (সূরা নিসা-আয়াত৩১)
যে সকল কাজ আল্লাহ ও তার রসুল (সঃ) কতৃক হারাম হওয়ার অকাট্য দলীল পাওয়া যায় সে গুলিই কবিরা গুনাহ৷
রাসুল (সাঃ) বলেনঃ “তোমাদের উপরে দায়িত্ব দিচ্ছি– তোমরা আমার পক্ষ থেকে একটি হাদিস হলেও তা প্রচার কর। তবে, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার নামে মিথ্যা বলবে, তার আবাসস্থল হবে জাহান্নাম।”
[বুখারী]

আসুন আমরা সবাই যাতে সকল প্রকার কবিরা গুনাহ থেকে হেফাজত থাকতে পারি এবং আমাদের জানা-অজানা সকল গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য মহান আল্লাহ্‌ সুবহানাহু তায়ালার নিকট সর্বদায় তওবা করবো এই হোক আমাদের প্রত্যয়।
একশতটি কবীরা গুনাহ:
১. আল্লাহর সাথে শিরক করা
২. নামায পরিত্যাগ করা
৩. পিতা-মাতার অবাধ্য হওয়া
৪. অন্যায়ভাবে মানুষ হত্যা করা
৫. পিতা-মাতাকে অভিসম্পাত করা
৬. যাদু-টোনা করা
৭. এতীমের সম্পদ আত্মসাৎ করা
৮. জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন
৯. সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ
১০. রোযা না রাখা
১১. যাকাত আদায় না করা
১২. ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা
১৩. যাদুর বৈধতায় বিশ্বাস করা
১৪. প্রতিবেশীকে কষ্ট দেয়া
১৫. অহংকার করা
১৬. চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগোনো)
১৭. আত্মহত্যা করা
১৮. আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা
১৯. অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা
২০. উপকার করে খোটা দান করা
২১. মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা
২২. মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা
২৩. জুয়া খেলা
২৪. তকদীর অস্বীকার করা
২৫. অদৃশ্যের খবর জানার দাবী করা
২৬. গণকের কাছে ধর্না দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া
২৭. পেশাব থেকে পবিত্র না থাকা
২৮. রাসূল (সা:)এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করা
২৯. মিথ্যা স্বপ্ন বর্ণনা করা
৩০. মিথ্যা কথা বলা
৩১. মিথ্যা কসম খাওয়া
৩২. মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা
৩৩. জিনা-ব্যভিচারে লিপ্ত হওয়া
৩৪. সমকামিতায় লিপ্ত হওয়া
৩৫. মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা
৩৬. হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা।
৩৭. যার জন্যে হিলা করা হয়
৩৮. মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা
৩৯. মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা
৪০. মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা
৪১. মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়ায়ে লিপ্ত হওয়া
৪২. খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো
৪৩. কোন অপরাধীকে আশ্রয় দান করা
৪৪. আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা
৪৫. ওজনে কম দেয়া
৪৬. ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা
৪৭. ইসলামী আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা
৪৮. জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা
৪৯. গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা
৫০. দাঁত চিকন করা
৫১. সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা
৫২. অতিরিক্ত চুল সংযোগ করা
৫৩. পুরুষের নারী বেশ ধারণ করা
৫৪. নারীর পুরুষ বেশ ধারণ করা
৫৫. বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো
৫৬. কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা
৫৭. পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া
৫৮. পুরুষের টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা
৫৯. মুসলিম শাসকের সাথে কৃত বাইআত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা
৬০. ডাকাতি করা
৬১. চুরি করা
৬২. সুদ লেন-দেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা
৬৩. ঘুষ লেন-দেন করা
৬৪. গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বণ্টনের পূর্বে আত্মসাৎ করা
৬৫. স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা
৬৬. জুলুম-অত্যাচার করা
৬৭. অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা
৬৮. প্রতারণা বা ঠগ বাজী করা
৬৯. রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা
৭০. স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা
৭১. পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা
৭২. সাহাবীদের গালি দেয়া
৭৩. নামাযরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা
৭৪. মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন
৭৫. ভ্রান্ত মতবাদ জাহেলী রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহবান করা
৭৬. পবিত্র মক্কা ও মদীনায় কোন অপকর্ম বা দুষ্কৃতি করা
৭৭. কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া
৭৮. আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা
৭৯. বিনা প্রয়োজনে তালাক চাওয়া
৮০. যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট
৮১. স্বামীর অবাধ্য হওয়া
৮২. স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা
৮৩. স্বামী-স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা
৮৪. স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা
৮৫. বেশী বেশী অভিশাপ দেয়া
৮৬. বিশ্বাস ঘাতকতা করা
৮৭. অঙ্গীকার পূরণ না করা
৮৮. আমানতের খিয়ানত করা
৮৯. প্রতিবেশীকে কষ্ট দেয়া
৯০. ঋণ পরিশোধ না করা
৯১. বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না
৯২. তাবিজ-কবজ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো
৯৩. পরীক্ষায় নকল করা
৯৪. ভেজাল পণ্য বিক্রয় করা
৯৫. ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে অন্যায় বিচার করা
৯৬. আল্লাহ বিধান ব্যতিরেকে বিচার-ফয়সালা করা
৯৭. দুনিয়া কামানোর উদ্দেশ্যে দীনী ইলম অর্জন করা
৯৮. কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্যেও তা গোপন করা
৯৯. নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা
১০০. আল্লাহর রাস্তায় বাধা দেয়া

Friday, June 17, 2016

Ki Prem Dekhaila (2014)

Ki Prem Dekhaila (Bengali: কি প্রেম দেখাইলা) is a 2013 Bangladeshi action romance film directed by Shah Muhammad Songhram and starring Bappy Chowdhury, Achol, Bobita, Nutan, Sadek Bacchu, Ali Raj and Shiba Shanu.


http://bdupload.org/g5trfvefjtm5Cast
    Bappy Chowdhury as Sami
    Achol as Nila
    Bobita as Sami's Mother
    Ali Rajss Rayhan
    Naatun as Elina Sikdar
    Sadek Bacchu as Nilaa's Father
    Shiba Shanu as
    Komol as Nilaa's Uncle
    Asif Iqbal as Nilaa's Relative

Music
    music Director :
    Artist : Kumar Biswo Jit, Asif Akbar, S I Tutul
    Lyrics : Kabir Bakul
    Recorded : 2013

Critical response
Film critic Khan Nahida Moushumi, writing in The Daily Star, praised the movie's music and choreography, but disapproved of the clichéd story line, asking "Why would anyone want to watch a movie with a plot that's been done to death?"


http://bdupload.org/g5trfvefjtm5

http://adf.ly/1bFyJz

http://linkshrink.net/7PFtjo

http://p.pw/bajqQj

http://sh.st/DeXQk

http://safel.ink/3BWLu

Saturday, June 11, 2016

Hothat Brishtti

Hothat Brishti (meaning: Sudden Rain) is a Bengali romance movie released in 1998 under the direction of Basu Chatterjee. It was produced by both Bangladesh and India. The movie featured Ferdous Ahmed (Bangladesh) and Priyanka Trivedi (India).It was a huge success both in India and Bangladesh. It was a remake of the National award winning Tamil film Kadhal Kottai, and also Hindi movie Sirf Tum was remade based on the same story in June 1999.

Plot 
http://bdupload.org/m38oyo83jf6zDeepa Nandy (Priyanka Trivedi) lives in Taramati with her sister and brother in law Premendra (Raisul Islam Asad). Tired of being a burden on her relatives, Deepa goes to Kolkata to look for a job. She stays with her friend Aruna. Despite appearing at a number of interviews, she does not manage to get a job and decides to go back to Taramati. On her way back, a pickpocket snatches her bag from the train window. This bag contained all her certificates. The co-passengers chip in to pay for her ticket and she manages to reach home. Her brother-in-law makes a sarcastic remark on seeing her back.


Meanwhile Ajit Choudhury (Ferdous Ahmed) boards the train to go to Jaisalmer. Incidentally the pickpocket had thrown Deepa's bag into the train after taking the money. Ajit finds the bag. During Ajit's discussions with a co-passenger we come to know that Ajit is an orphan. He has a curious hobby of collecting people's names and birthdays and sending them birthday cards.

Ajit arrives at Jaisalmer and meets Haradhan Kundu or Kundu Singh (Manoj Mitra). Kundu Singh's grandfather had come from Dhaka and set up a hotel. However, the business floundered and Kundu's job became to help visitors get hotels etc. Kundu Singh arranges a room for Ajit. Here Ajit meets Rupmati, who lives next door.

Ajit sends Deepa's bag with the certificates to her. Deepa is overjoyed and sends back a thank you note. This exchange of letters continues and Ajit and Deepa fall in love with each other. Meanwhile Rupmati (June Malia) is infatuated with Ajit and tries to learn Bengali phrases from Kundu Singh to impress Ajit. But when Kundu Singh tells Rupmati about Ajit's postal affair with Deepa, Rupmati is infuriated and confronts Ajit.

Ajit calls up Deepa every Sunday and Deepa send a T-Shirt to Ajit so that she can recognize Ajit. Meanwhile, Deepa gets another interview call. Her brother in law Premendra arranges for the money to go to Kolkata and tells Deepa's sister that he will be glad if Deepa gets a job and has already identified a match for her. Over in Jaisalmer, Ajit is asked by the company MD to take new responsibility in factory to manage union troubles. Union leaders threaten Ajit. Ajit tries to quit job and go back to Kolkata. The company gives him a transfer instead to Kolkata. Rupmati asks for his forgiveness before Ajit leaves for Kolkata.

Ajit bumps into Deepa (literally) at the train station but they don't recognize each other. Deepa harbours a dislike for Ajit and tries to avoid him even though they meet accidentally. Preeti (Sreelekha Mitra) is the daughter of the MD of Ajit's company. Preeti flirts with Ajit. Ajit discourages Preeti and spurns her advances. Preeti gets a job in Singapore but does not want to leave Kolkata. Deepa goes back to Taramati. A letter from Deepa for Ajit gets into the hands of Preeti.

Ajit is not able to get a job and decides to drive a taxi in the meantime. Deepa's brother-in-law brings a marriage proposal for Deepa. Deepa meets the proposed candidate and tells him about Ajit. Deepa goes to Kolkata to look for Ajit. She goes to look for Aruna but Aruna wasn't home. Deepa gets into Ajit's taxi to go to Ajit's former office but still does not recognize him. Preeti gives Deepa the address of Ajit's former colleague and roommate. Deepa goes to meet Ajit's former colleague, who happens to be Prabodh (Shahin Alam), who had once proposed to Deepa. Prabodh (Kunal) reassures Deepa that he will try to find Ajit.

Deepa gets drenched in rain and goes in Ajit's taxi to his friend's house. Ajit gives Deepa the sari he had bought for her without knowing her identity. As AJit was drneched too, he wears the T-shirt Deepa had sent him but covers it with a shawl. Deepa goes back to Aruna's house but she had not returned. So Deepa decides to go back to Taramati.

Deepa's friend gets into the taxi of Ajit's friend. They come to know that their friends Ajit and Deepa love each other. Aruna gets the letter from Deepa and decides to go to the station to meet Deepa. Just as the train is leaving, Ajit removes his shawl and Deepa recognizes the T-Shirt. She runs into Ajit's arms as the credits roll.

Cast:
    Ajit Choudhury: Ferdous Ahmed
    Deepa Nandy: Priyanka Trivedi
    Premendra Nandy: Raisul Islam Asad
    Kundu Singh: Manoj Mitra
    Sourabh: Shahin Alam
    Preety: Sreelekha Mitra
    Rupamati: June Malia
    Probodh: Kunal
    Telephone shop owner: Amol Bose (Cameo appearance)

Crew:
    Producer(s): Gramco Films & Ashirbad Chalachchitra
    Director: Basu Chatterjee
    Story: S. Ahathian
    Production Design: Gautam Bose
    Lyrics and Music: Nachiketa Chakraborty
    Hindi Song: Sanjeev Tiwari
    Editing : Satish Patnakar
    Cinematography: Shirsha Roy
    Singer: Nachiketa Chakraborty, Saoli Mitra, Shikha Bose, Swastika Mitra

Critical Reception:
Hothat Brishti was a huge success both in India and Bangladesh. This movie raised the leading Bangladeshi film star Ferdous Ahmed to stardom.


http://adf.ly/1b5L4g

Or,

http://linkshrink.net/7sTKp3

Black

Black is an Indian Bengali masala action film directed by Raja Chanda, and stars Soham Chakraborty and Bidya Sinha Mim in lead roles. The film was jointly produced by Viacom 18 Motion Pictures and Dag Creative Media and was released on 27 November 2015. The film revolves around a man named, Biltu, who takes vengeance to those who framed his father (a police officer) with false charges and as a result the latter commits suicide to get rid of this humiliation.
http://bdupload.org/qobgqc6sa6siCast
    Soham Chakraborty as Bullet / Biltu
    Bidya Sinha Saha Mim as Tina[4]
    Ashish Vidyarthi as Biru Pande
    Kharaj Mukherjee as Anwar
    Rudranil Ghosh as Roni
    Rajatava Dutta as Shomrat Sarkar
    Amit Hasan
    Kanchan Mullick
    Biswanath Basu
    Barkha Bisht Sengupta in a Item number song  "Moyna Cholat Cholat" (Special appearance)

Soundtrack: Black
Soundtrack album by: Dabbu and Rajputra
Released:  21 November 2015
Recorded     2015
Genre     Feature film soundtrack
Length     17:02
Label     T-Series
Producer     Rana Sarkar


http://adf.ly/1b5Kc3
Or,


http://linkshrink.net/7WWQ5c

Friday, June 10, 2016

যাকাত আল্লাহর গযব থেকে পরিত্রাণের মাধ্যম


হাদীছে এসেছে,
আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ছাঃ) আমাদের নিকট আসলেন। অতঃপর বললেন, হে মুহাজিরগণ! তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মখীন হবে। তবে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, তোমরা যেন পরীক্ষার সম্মুখীন না হও।
(১) যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সে জাতির উপর প্লেগ রোগের আবির্ভাব হয়। এছাড়াও এমন সব রোগ-ব্যধির আবির্ভাব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি।
(২) যখন কোন জাতি ওজন ও মাপে কম দেয়, তখন সে জাতির উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ-মুছিবত এবং অত্যাচারী শাসক তাদের উপর নিপিড়ন করতে থাকে।
(৩) যখন কোন জাতি তাদের সম্পদের যাকাত আদায় করে না, তখন তাদের উপর বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি চতুষ্পদ প্রাণী না থাকত তাহলে বৃষ্টিপাত হতো না।
(৪) আর যখন কোন জাতি আল্লাহ ও তাঁর রাসূলের অঙ্গিকার পূর্ণ করে না, তখন আল্লাহ তাদের বিজাতিয় দুশমনকে তাদের উপর বিজয়ী করেন; যারা এসে এদের হাত থেকে কিছু সম্পদ কেড়ে নিয়ে যায়।
(৫) আর যখন তাদের ইমামরা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফায়ছালা করে না এবং আল্লাহর নাযিলকৃত বিধানকে প্রত্যাখ্যান করে, তখন আল্লাহ তাদের পরষ্পরের মধ্যে যুদ্ধ বধিয়ে দেন।[
ইবন মাজাহ হা/৪০১৯; আলবানী, সনদ হাসান, সিলসিলা ছহীহাহ হা/৪০০৯]

ওযু শেষ করার পর যিক্‌র



«أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ..».
(আশ্‌হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা- শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ)

“আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল”[ মুসলিম ১/২০৯, নং ২৩৪।]।

«اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ».
(আল্লা-হুম্মাজ‘আলনী মিনাত্ তাওয়াবীনা ওয়াজ‘আলনী মিনাল মুতাতাহ্‌হিরীন)

“হে আল্লাহ! আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন।”[তিরিমিযী-১/৭৮, নং ৫৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/১৮।]

«سُبْحانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتوبُ إِلَيْكَ».
(সুবহানাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা-ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়াআতূবু ইলাইকা)।

“হে আল্লাহ! আপনার প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দেই যে, আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট তওবা করছি”[নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, পৃ. ১৭৩। আরও দেখুন, ইরওয়াউল গালীল, ১/১৩৫, ৩/৯৪।]

জুমার দিনের মাহাত্ম্য ও গুরুত্ব


নিম্নলিখিতি সুন্নাত গুলো আদায় করতে সচেষ্ট হন : !!►►
১) ফজরের সালাত জামাতে আদায় করুন (আল-বায়হাকী , সহী আল-আলবানি, ১১১৯)
২) সালাত আল-জুম্মার পূর্বের এবং পরের করণীয়ঃ
➲ জুম্মার দিন গোসল করা (বুখারী এবং মুসলিম : # ১৯৫১ এবং # ৯৭৭)
➲ জুম্মার সালাতে শীঘ্র উপস্থিত হওয়া (বুখারী এবং মুসলিম : # ৯২৯ এবং ১৯৬৪)
➲ পায়ে হেঁটে মসজিদে গমন করা (আল-তিরমিজি, ৪৯৬)
➲ মনোযোগ সহকারে জুম্মার খুৎবা শোনা (আল-বুখারী ৯৩৪ এবং মুসলিম ৮৫১)
৩) জুম্মার দিন আপনার দুয়া কবুল হবার সেই মুহূর্তটির অনুসন্ধান করুন (বুখারী এবং মুসলিম : # ৯৩৫ এবং # ১৯৬৯)
৪) সূরা কাহাফ তিলাওয়াত (আল-হাকিম, ২/৩৯৯; আল-বায়হাকী, ৩/২৪৯)
৫) আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপর দুরদ পাঠ (ইবনে মাজাহ # ১০৮৫ , আবু দাউদ , # ১০৪৭)

যাকাত অস্বীকারকারী কাফির


যাকাত অস্বীকারকারী কাফির : যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি। আর ইসলামের কোন বিধানকে অস্বীকার করলে সে ইসলামের গন্ডি থেকে বের হয়ে কাফিরে পরিণত হবে। অতএব যদি কোন ব্যক্তি যাকাত আদায়ে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে সে কাফির বা মুরতাদের অন্তর্ভুক্ত হবে।
আল্লাহ তা‘আলা বলেন,
‘কিন্তু যদি তারা তওবা করে, ছালাত ক্বায়েম করে ও যাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দিবে; নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (তওবা ৯/৫)।
হাদীছে এসেছে,
ইবনু ওমর (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছি, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই ও মুহাম্মাদ (ছাঃ) আল্লাহর রাসূল, আর ছালাত ক্বায়েম করে ও যাকাত আদায় করে। তারা যদি এগুলো করে, তবে আমার পক্ষ হতে তাদের জান ও মালের নিরাপত্তা লাভ করল; অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোন কারণ থাকে, তাহলে স্বতন্ত্র কথা। আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর ন্যাস্ত’।
[বুখারী হা/২৫, ‘ঈমান’ অধ্যায়, বঙ্গানুবাদ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স) ১/২১ পৃঃ; মুসলিম হা/২২; মিশকাত হা/১২।]

রাসূলুল্লাহ (ছাঃ)-এর মৃত্যুর পরে কুরাইশরা তাদের সম্পদের যাকাত আদায়ে অস্বীকৃতি জ্ঞাপন করলে আবু বকর (রাঃ) তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন।
হাদীছে এসেছে,
আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আবু বকর (রাঃ) বলেছেন, ‘আল্লাহর কসম! যদি তারা একটি মেষ শাবক যাকাত দিতেও অস্বীকৃতি জানায় যা আল্লাহর রাসূল (ছাঃ)-এর কাছে তারা দিত, তাহলে যাকাত না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে আমি অবশ্যই যুদ্ধ করব’।
[বুখারী হা/১৪০০, ‘যাকাত’ অধ্যায়, বঙ্গানুবাদ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স) ২/৭৮ পৃঃ; মিশকাত হা/১৭৯০।]

অন্য হাদীছে এসেছে,
আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-এর মৃত্যুর পরে যখন আবু বকর (রাঃ) খলীফা নির্বাচিত হলেন, তখন আরবদের কিছু লোক (যাকাত আদায়ে) অস্বীকৃতি জ্ঞাপন করল। (আবু বকর (রাঃ) তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন)। তখন ওমর (রাঃ) বললেন, আপনি কিভাবে লোকদের সাথে যুদ্ধ করবেন? কারণ রাসূল (ছাঃ) বলেছেন, আমাকে লোকদের সাথে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’-কে স্বীকার করে। আর যে ব্যক্তি তা স্বীকার করবে সে তার সম্পদ ও প্রাণ আমার হাত থেকে সংরক্ষিত করে নিবে। তবে ইসলামের অধিকার ব্যতীত। আর অন্য সবকিছুর হিসাব আল্লাহর কাছে রয়েছে। অতঃপর আবু বকর (রাঃ) বললেন, আল্লাহর শপথ! যে ব্যক্তি ছালাত ও যাকাতের মধ্যে পার্থক্য নির্দেশ করবে আমি তার সাথে যুদ্ধে লিপ্ত হব। কারণ যাকাত হচ্ছে আল্লাহর সম্পদের হক। আল্লাহর শপথ! তারা যদি উটের গলার একটি রশিও দিতে অস্বীকার করে, যা তারা রাসূল (ছাঃ)-এর যামানায় দিত, তাহলে এ অস্বীকৃতির কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর (রাঃ) বললেন, আল্লাহর শপথ! আমি দেখলাম আল্লাহ আবু বকর (রাঃ)-এর হৃদয়কে যুদ্ধের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কাজেই আমি বুঝতে পারলাম, আবু বকর (রাঃ)-এর সিদ্ধান্তই সঠিক ছিল।
বুখারী হা/১৪০০, ‘যাকাত’ অধ্যায়, বঙ্গানুবাদ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স) ২/৭৮ পৃঃ; মিশকাত হা/১৭৯০।

উম্মতে মুহাম্মদীর জন্য জুম’আর দিনের ফযীলত সমূহ


সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুম’আর দিন হল সর্বোত্তম দিন। এ দিনে যা কিছু ঘটেছিল তা হলঃ
(ক) এই দিনে আদম (আঃ) কে সৃষ্টি করা হয়েছিল,
(খ) এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল,
(গ) একই দিনে তাঁকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল [মুসলিমঃ৮৫৪],
(ঘ) একই দিনে তাঁকে দুনিয়াতে পাঠানো হয়েছিল,
(ঙ) এই দিনেই তাঁর তওবা কবুল করা হয়েছিল,
(চ) এই দিনেই তাঁর রূহ কবজ করা হয়েছিল [আবু দাউদঃ১০৪৬],
(ছ) এই দিনে শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,
(জ) এই দিনেই কিয়ামত হবে,
(ঝ) এই দিনেই সকলেই বেহুঁশ হয়ে যাবে [আবু দাউদঃ১০৪৭],
(ঞ) প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, আকাশ, পৃথিবী, বাতাস, পর্বত ও সমুদ্র এই দিনটিকে ভয় করে।

[ইবনে মাজাহঃ১০৮৪, ১০৮৫; মুয়াত্তাঃ৩৬৪]

জুম'আর দিনের সূন্নাহগুলো আসুন জেনে নিই!


১। জুম’আর দিন গোসল করা। যাদের উপর জুম’আ ফরজ তাদের জন্য এ দিনে গোসল করাকে রাসুল (সাঃ) ওয়াজিব করেছেন(বুখারীঃ ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭, ৮৯৮)। পরিচ্ছন্নতার অংশ হিসাবে সেদিন নখ ও চুল কাটা একটি ভাল কাজ।
২। জুম’আর সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা। (বুখারীঃ ৮৮০)
৩। মিস্ওয়াক করা। (ইবনে মাজাহঃ ১০৯৮, বুখারীঃ৮৮৭, ইঃফাঃ৮৪৩)
৪। গায়ে তেল ব্যবহার করা। (বুখারীঃ৮৮৩)
৫। উত্তম পোশাক পরিধান করে জুম’আ আদায় করা। (ইবনে মাজাহঃ১০৯৭)
৬। মুসুল্লীদের ইমামের দিকে মুখ করে বসা। (তিরমিযীঃ৫০৯, ইবনে মাজাহঃ১১৩৬)
৭। মনোযোগ সহ খুৎবা শোনা ও চুপ থাকা- এটা ওয়াজিব। (বুখারীঃ ৯৩৪, মুসলিমঃ৮৫৭, আবু দাউদঃ১১১৩, আহমাদঃ১/২৩০)
৮। আগে ভাগে মসজিদে যাওয়া। (বুখারীঃ৮৮১, মুসলিমঃ৮৫০)
৯। পায়ে হেঁটে মসজিদে গমন। (আবু দাউদঃ ৩৪৫)
১০। জুম’আর দিন ফজরের নামাজে ১ম রাক’আতে সূরা সাজদা (সূরা নং-৩২) আর ২য় রাকা’আতে সূরা ইনসান(দাহর)(সূরা নং-৭৬) পড়া। (বুখারীঃ৮৯১, মুসলিমঃ৮৭৯)
১১। সূরা জুম’আ ও সূরা মুনাফিকুন দিয়ে জুম’আর সালাত আদায় করা। অথবা সূরা আলা ও সূরা গাশিয়া দিয়ে জুম’আ আদায় করা। (মুসলিমঃ৮৭৭, ৮৭৮)
১২। জুম’আর দিন ও জুম’আর রাতে বেশী বেশী দুরুদ পাঠ। (আবু দাউদঃ ১০৪৭)
১৩। এ দিন বেশী বেশী দোয়া করা।। (বুখারীঃ ৯৩৫)
১৪। মুসুল্লীদের ফাঁক করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া। (বুখারীঃ৯১০, ৮৮৩)
১৫। মুসুল্লীদের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করা। (আবু দাউদঃ ৩৪৩, ৩৪৭)
১৬। কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা। (বুখারীঃ৯১১, মুসলিমঃ২১৭৭, ২১৭৮)
১৭। খুৎবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে তখনও দু’রাকা’আত ‘তাহিয়্যাতুল মাসজিদ’ সালাত আদায় করা ছাড়া না বসা। (বুখারীঃ ৯৩০)
১৮। জুম’আর দিন জুম’আর পূর্বে মসজিদে জিকর বা কোন শিক্ষামুলক হালকা না করা। অর্থাৎ ভাগ ভাগ হয়ে, গোল গোল হয়ে না বসা, যদিও এটা কোন শিক্ষামূলক অনুষ্ঠান হোক না কেন। (আবু দাউদঃ ১০৮৯)
১৯। কেউ কথা বললে ‘চুপ করুন’ এটুকুও না বলা। (নাসায়ীঃ ৭১৪, বুখারীঃ ৯৩৪)
২০। মসজিদে যাওয়ার আগে কাঁচা পেয়াজ, রসুন না খাওয়া ও ধুমপান না করা। (বুখারীঃ ৮৫৩)
২১। ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা বদল করে বসা। (আবু দাউদঃ ১১১৯)
২২। ইমামের খুৎবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা। (আবু দাউদঃ ১১১০, ইবনে মাজাহঃ ১১৩৪)
২৩। খুৎবার সময় ইমামের কাছাকাছি বসা। জান্নাতে প্রবেশের উপযুক্ত হলেও ইমাম থেকে দূরে উপবেশনকারীরা বিলম্বে জান্নাতে প্রবেশ করবে। (আবু দাউদঃ ১১০৮)
২৪। জুম’আর দিন সূরা কাহফ পড়া। এতে পাঠকের জন্য আল্লাহ তায়ালা দুই জুম’আর মধ্যবর্তী
সময়কে আলোকিত করে দেন। (হাকেমঃ ২/৩৬৮, বায়হাকীঃ ৩/২৪৯)
২৫। জুম’আর আযান দেওয়া। অর্থাৎ ইমাম মিম্বরে বসার পর যে আযান দেওয়া হয় তা।(বুখারীঃ ৯১২)
২৬।জুম’আর ফরজ নামাজ আদায়ের পর মসজিদে ৪ রাকা’আত সুন্নাত সালাত আদায় করা। (বুখারীঃ ১৮২, মুসলিমঃ ৮৮১, আবু দাউদঃ ১১৩০)
২৭। উযর ছাড়া একই গ্রাম ও মহল্লায় একাধিক জুম’আ চালু না করা। আর উযর হল এলাকাটি খুব বড় হওয়া, বা প্রচুর জনবসতি থাকা, বা মসজিদ দূরে হওয়া, বা মসজিদে জায়গা না পাওয়া, বা কোন ফিতনা ফাসাদের ভয় থাকা। (মুগনি লিবনি কুদামাঃ ৩/২১২, ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহঃ ২৪/২০৮)
২৮। ওজু ভেঙ্গে গেলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া। অতঃপর আবার ওজু করে মসজিদে প্রবেশ করা। (আবু দাউদঃ ১১১৪)
২৯। একান্ত উযর না থাকলে দুই পিলারে মধ্যবর্তী ফাঁকা জায়গায় সালাত আদায় না করা। (হাকেমঃ ১/১২৮)
৩০। সালাতের জন্য কোন একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যায় সেখানেই সালাত আদায় করা (আবু দাউদঃ৮৬২)। অর্থাৎ আগে থেকেই নামাজের বিছানা বিছিয়ে জায়গা দখল করে না রাখা বরং যে আগে আসবে সেই আগে বসবে।
৩১। কোন নামাজীর সামনে দিয়ে না হাঁটা অর্থাৎ মুসুল্লী ও সুতরার মধ্যবর্তী জায়গা দিয়ে না হাঁটা। (বুখারীঃ৫১০)
৩২। এতটুকু জোরে আওয়াজ করে কোন কিছু না পড়া, যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। (আবু দাউদঃ ১৩৩২)
৩৩। পায়ে হেঁটে মসজিদে যাওয়ার ফযীলত অন্তরে জাগরূক রাখা।
৩৪। হাঁটার আদব মেনে মসজিদে গমন করা।
৩৫। খুৎবার সময় খতীবের কোন কথার সাড়া দেওয়া বা তার প্রশ্নের জবাব দানে শরীক হওয়া জায়েজ। (বুখারীঃ ১০২৯, মুসলিমঃ ৮৯৭)
৩৬। হানাফী আলেমগন বলেছেন যে, ভিড় প্রচণ্ড হলে সামনের মুসুল্লীর পিঠের উপর সিজদা দেওয়া জায়েজ (আহমাদঃ১/৩২)। দরকার হলে পায়ের উপর ও দিতে পারে (আর রাউদুল মুরবী)
৩৭। যেখানে জুম’আর ফরজ আদায় করেছে, উত্তম হল ঐ একই স্থানে সুন্নাত না পড়া। অথবা কোন কথা না বলে এখান থেকে গিয়ে পরবর্তী সুন্নাত সালাত আদায় করা। (মুসলিমঃ ৭১০, বুখারীঃ ৮৪৮)
৩৮। ইমাম সাহেব মিম্বরে এসে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত তাসবীহ-তাহলীল, তাওবা- ইস্তিগফার ও কুরআন তিলাওয়াতে রত থাকা।

সূত্রঃ বই-প্রশ্নোত্তরে জুমু’আ ও খুৎবা
পরিমার্জনেঃ ডঃ মোহাম্মদ মনজুরে ইলাহী,
ডঃ আবু বকর মুহাম্মদ জাকারিয়া মজুমদার,
ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ।

Thursday, June 9, 2016

Unlimited Cash link View করে দৈনিক ২০০০-৩০০০ টাকা আয়

এটি আপনি android এ chrome বা uc browser and computer দিয়ে করতে পারেন। তবে চলুন দেরি না করে কাজ শুরু করা যাক।

প্রথমে সাইটে যান তারপর Become a member কিক্ল করুন

তারপর নিচের একটি ফরম আসবে সঠিকভাবে ফরম পূরুন করুন।

আপনার নাম,ইমেইল,পাসওয়ার্ড, তারপর terms of service বক্স এ টিক দিয়ে Registerকিল্ক করুন।আপনার সকল তথ্য দিয়ে সুন্দর ভাবে ফরম ফিলাপ করু্ন। তারপর নিচের মত করে আপনার অ্যাকাউন্ড এ প্রবেশ করুন।

প্রথমে উপর থেকে Login এ কিক্ল করুন। তারপর নিচের মত আপনার Username এবং password দিন।

এখন আপনি ৫ সেকেন্ট অপেক্ষা করুন। Account প্রবশে করার ‍পর উপর এ দিকে PTC ADS কিক্ল করুন।

তারপর দেখবেন অনেকগুলো অ্যাড আছে এক এক করে সকল অ্যাড দেখবেন।

এভাবে আপনি সবগুলো অ্যাড দেখবেন তাহলে আপনার অ্যাকাউন্ড ডলার জমা হবে।

আপনি বাম পাশে Your Referrals কিক্ল করে আপনার রেফার লিংক পাবেন। সেই লিংক দিয়ে আপনার বন্দুকে অ্যাকউন্ড করান। নিচে দেখুন কত বন্ধু কত আয় করতে পারবেন?

দরুন আপনার ১০ রেফার ফেন্ড আছে তারা প্রতিদিন ২০ সেন্ট আয় করল আপনি পাবেন .20*10=২ ডলার। নিচে আয় এর পরিমাণ দেওয়া হল।

10 referrals X .20 = 2$=2*80=160 টাকা প্রতিদিন।

20
referrals X .20= 4$=4*80=320 টাকা প্রতিদিন।

50
referrals X .20=10$=10*80=800 টাকা প্রতিদিন।

100
referrals X .20=20=20*80=160 টাকা প্রতিদিন।

1000
referrals X .20=200=200*80=16000 টাকা প্রতিদিন।

বি:দ্র: আপনাকে প্রতিদিন সবগুলো PTC ADS শেষ করলে আপনার রেফার থেকে আয় পাবেন।

টাকা তুলার উপায়: আপনি Payza দিয়ে খুব সহজেই টাকা তুলতে পারবেন।

আশা করি সবাই ভাল থাকবেন, ভাল লাগলে সবার সাথে শেয়ার করবেন।

Trafficmonsoon থেকে আয় করার উপায়

আজ আমি আপনাদের সা্থে এমন একটি সাইট নিয়ে কথা বলবো যার সাথে আপনারা অনেকেই পরিচিত ।এই সাইটে অনেকেই কাজ করা সত্ত্বেও ভাল দিক নির্দেশনা না পাওয়ার কারনে এখান থেকে আপনারা ভালো আয় করতে পারছেন না । সাইট টির নাম হলো Traffic-monsoon.

আপনি চাইলে এখান থেকে ভালো টাকা আয় করতে পারবেন । এর জন্য শুধু আপনাকে একটু নিজের জ্ঞানকে কাজে লাগাতে হবে । আপনি চাইলে প্রথম মাসে ১০০০টাকা আয় করতে পাবেন । মাত্র ১০দিন কাজ করে । কিন্তু কিভাবে আপনি ১০০০০+ টাকা আয় করবেন ??

হে আপনি ঠিক শুনেছেন আপনি চাইলে এখান থেকে অনেক বেশী আয় করতে পাবেন । আপনি মাসে ১০ দিন কাজ করে ১০০০ টাকা আয় করছেন । কিন্তু আপনি যদি ১০ জন মানুষকে এই কাজ করাতে পারেন তাহলে তাহল আপনার মাসে আসবে ১০০০০ টাকা । প্রশ্ন : কিভাবে ????
Traffic-monsoon এ প্রথমে একটা একাউন্ট করতে হবে । একাউন্ট করার পর আপনি একটা link পাবেন । আর এই লিংক দিয়ে আপনি যাদের একাউন্ট করে দিবেন তাদের পুরো ইনকাম আপনি পাবেন । মানে আপনি যদি মাসে ১০ দিন কাজ করে ১০০০ টাকা আয় করেন, তাহলে আপনি যাদের কে আপনার লিংক দিয়ে একাউন্ট করে দিয়েছেন তারাও ১০০০ টাকা করে আয় করবে তাই তো??

অর্থাৎ এর মানে আপনি যাদের কে একাউন্ট করে দিয়েছেন তারা যা আয় করবে আপনি তাদের থেকে ১০০% কমিশন পাবেন ।তার যদি ১০০০টাকা আয় করে আপনিও তাদের থেকে এই ১০০০ টাকা পেয়ে যাবেন ।  এভাবে যদি কষ্ট করে আপনি ১০ জনকে এই কাজ করাতে পারেন আপনার মাসে আয় দারাবে ১০০০০+১০০০=১১০০০ । তাদের ১০ জনের ১০০০০ হাজার আর আপনার ১০০০ হাজার । তাহলে আর কি চাই কাজে লেগে পরুন ।

তাহলে আর দেরি কেন এখনি একাউন্ট করে আয় করা শুরু করুন ।
 
আর হে আপনার একাউন্ট করতে ভোটা্র আইডি কার্ড লাগবে । ভোটার আইডি কার্ড অনুযায়ী সব পুরন করবেন

কারন এটা একটা সরকারি অনুমোদন পাওয়া সাইট । আপনার চিন্তার কোনো কারন নেই একাউন্ট করে কাজ করতে থাকুন আয় করুন অনেক টাকা । সুযোগ হাত ছারা হলে আর খুজে পাবেন না ।

একাউন্ট করতে এখানে ক্লিক করুন।

কিভাবে একাউন্ট করবে না নিচে দেখে নিন ।

এবার সাইটের হোম পেইজটি আসবে এখান থেকে register  এ ক্লিক করে নিচের তথ্যগলো সঠিক ভাবে দিয়ে আপনার একাউন্টটি তৈরি করুন। এবার যে পেইজটি আসবে তাতে ক্লিক করে নিচের তথ্যগলো সঠিক ভাবে দিয়ে আপনার Traffic monsoon একাউন্টটি তৈরি করুন।

    * First Name : (নাম)
    *Last Name : (টাইটেল)
    *birth day (আপনার জন্ম তারিখ)
    * Email Address : (এখানে আপনার ইমেইল একাউন্টটি দিন। এই একাউন্টে আপনার একাউন্টের সকল তথ্য দেওয়া হবে)
    * Retype E-mail: (একই ইমেইল একাউন্ট আবার দিন।)
    Address : ( ঠিকানা )


https://trafficmonsoon.com/?ref=ASKRubel


City : (শহর)
State : (শহরের নাম দিলেই হবে )
Country :Bangladesh
Postal Code(পোষ্ট কোড ভোটার আইডি কার্ডে দেওয়া আছে )
Phone . (মোবাইল নাম্বার দিন)
* Enter Username: (এখানে একটি ইউজার নেইম নির্বাচন করুন। এর মধ্যে কোনো স্পেইস হবে না)
* Define Password (Letters and Numbers): or Retype Password: (এখানে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিন।) যেমন ; চিত্রে দেখুন
* Setup a Withdraw Code & Retype Code: (এখানে চার ডিজিটের বেশি একটি পিন নম্বার দিন। ডলার withdraw করার সময় এই পিন দিতে হবে। এই pin টি মনে রাখবেন) যেমন ; চিত্রে দেখুন


https://trafficmonsoon.com/?ref=ASKRubel



    * Payment Information: (এখানে যদি আপনার ইতিমধ্যে পেইজা অথবা পেপাল একাউন্ট থাকে তাহলে দিয়ে দিন। বাংলাদেশে Paypal support করে না, তাই Payza দিয়ে dollar withdraw করাই ভালো।

না থাকলে যেটা দিয়ে account করছেন সেটাই দিন । পরে Payza খুলে নিলেই হবে ।

16.What is the name of your best friend as a child? যেমন

17.What is the name of your elementary school? যেমন

18.In what city or town does your nearest sibling live?



https://trafficmonsoon.com/?ref=ASKRubel



19.এবার I understand and fully agree to ট্রাফিকমনসুন Terms and Conditions Including that any purchase of service is non-refundable. মার্ক করে কেপচা পূরণ করে “Proceed” এ ক্লিক করুন।


https://trafficmonsoon.com/?ref=ASKRubel



20.এবার একটি সমস্যা হতেও পারে নাও পারে যদি হয় তবে কি করবেন ? সমস্যাটা হল IP problem, সাইট আপনাকে বলবে আপনার আইপি দিয়ে ইতিমধ্যে একটি একাউন্ট খুলা হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন। আমি বলে দিচ্ছি, আপনি আপনার মডেমটি ডিকানেক্ট করে আবার কানেক্ট করুন। এবার Setup a Withdraw Code: or Retype Code: এবং Define Password (Letters and Numbers): or Retype Password: গুলো আবার আগের মত দিয়ে “Proceed” এ ক্লিক করুন। যদি আবারও না হয় তাহলে এভাবে দুই তিনবার চেষ্টা করার পরই একাউন্ট তৈরি হয়ে যাবে। “proceed” button এ click করলে যদি আসে যে A verification code was sent to your account তাহলে বুঝবেন আপনার account হয়ে গেছে। আর যদি বেশি ঝামেলা হয় তাহলে আপনার android phone দিয়ে account করতে পারেন । ফোন দিয়ে করলে এক বারেই হয়ে যাবে ।কোনো ঝামেলা হয় না । একাউন্ট যদি হয়ে থাকে নিচের মত দেখাবে


https://trafficmonsoon.com/?ref=ASKRubel



21.এবার আপনাকে আপনার Traffic monsoon একাউন্ট ভেরিফাই করতে হবে। তার জন্যে আপনার g-mail/ yahoo তে log in করুন।

ভেরিফাই করতে আপনার ইমেইল একাউন্ট চেক করুন। ট্রাফিকমনসুন থেকে আপনাকে একটি ইমেল দেওয়া হবে। ইমেইলে আপনার একউন্টের তথ্যসহ আপনার একাউন্ট একটি লিংক দেওয়া হবে। লিংকটিতে ক্লিক করে আপনার একাউন্টে পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগিং করুন।

https://trafficmonsoon.com/?ref=ASKRubel




https://trafficmonsoon.com/?ref=ASKRubel





আপনার একাউন্ট তৈরির কাজ শেষ।

22.তার পর ভোটার আইডি কার্ড অনুযায়ি  আপনার account এর profile complete করতে হবে । profile complete করতে edit profile এ ক্লিক করুন । সব তথ্য ঠিক আছে কিনা একবার দেখে নিন । আপনার profile complete করার পর উপরে  my account এ ক্লিক করবেন ।

Edit profile এর নিচে account status  not verified এ ক্লিক করুন

    তার পর আপনার ভোটার আইডি অনুজায়ি fast name and last name দিন । তার পর আপনার ভোটার আইডি কার্ডের স্কান করা একটা ছবি আপলোড করুন । আইডি কার্ডের ১ম পাশ ও ২য় পাশ মিলে একটি ছবি হবে । কম্পিউটারে দোকানে গিয়ে বললে ঠিক করে দিবে । 

 
https://trafficmonsoon.com/?ref=ASKRubel


এখন কথা হল যে আপনার যদি ভোটার আডি কার্ড না থাকে তাহলে আপনি কি করবেন ??আপনার মা/বাবার আইডি কার্ড দিয়ে করতে পারেন । কোনো অসুবিধা নাই ।

আইডি আপলোড করার পর ২ থেকে ৩ দিনের মধ্য আপনার account  approved হয়ে যাবে ।

Wednesday, June 8, 2016

প্রতিদিন ১০-১৫ মিনিট সময় দিন আর আয় করুন Unlimited!

 NeoBux


অনলাইনে আয় করার অনেক উপায় আছে তার মাঝে PTC মানে অ্যাড দেখে আয় হল একটি সহজতম আয়ের উপায়। কিন্তু প্রতারিত হওয়ার সম্বাবনাও অনেক বেশি। তাই আপনাকে সঠিক সাইট নির্বাচন করতে হবে। সঠিক সাইট নির্বাচন করার জন্য আপনি উক্ত সাইটের ফোরাম ঘাটাঘাটি করেই বুঝতে পারবেন। যাক আমি আজ সেদিকে যাচ্ছি না। তবে আমি আজ আপনাদের সামনে একটি সর্বস্বীকৃত বিশ্বস্ত সাইট নিয়ে আলোচনা করব, যা থেকে আমিও টাকা পেয়েছি। অবশ্য আমি এ থেকে প্রথম পেমেন্ট পেজা একাউন্টে পাওয়ার পরই আপনাদেরকে জানানোর জন্য উৎসাহিত হলাম। কেননা ইতিপূর্বে আমি এ সাইট সম্পর্কে কাউকে কিছু জানানোর জন্য সাহস পাচ্ছিলাম না। এই ভয়ে যে, যাকে আমি এর কথা বলব সেই এটাকে অন্যান্য পিটিসি সাইটের মতো ভুয়া বলতে পারে। আর তখন আমার অবস্থা কেমন হবে? যাক ! এখন আমি প্রমাণ পেয়েছি এবং টাকা পাওয়ার ব্যাপারে এতে আমার আর কোন সন্দেহ নেই। তাহলে চলুন প্রথমে Neobux সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।

একটি বিশ্বস্ত PTC সাইট হিসেবে Neobux ২০০৭ সাল থেকে কাজ করে আসছে । হাজার হাজার PTC সাইট এর মাঝে Neobux প্রথম । সুতরাং যারা চিন্তা করছেন যে PTC সাইট থেকে অনলাইনে আয় করবেন তাদেরকে বলব এই সাইট এ কাজ করুন Neobux ( Father of all PTC Site)

Neobux এর প্রায় ৩ কোটি Member আছে এবং এটিই প্রথম সারির অধিকারী। বিশ্বাস হচ্ছে না? তাহলে Alexa Rank এ গিয়ে দেখেন- ওদের Rank কত? প্রতিদিন ওরা ১ কোটি (বাংলাদেশি টাকা হিসাবে) Taka Payment করে। মাসে ৩০ কোটি টাকা !!!!!

প্রতিদিন এই সাইটে ২৫-৩০ টি অ্যাড থাকে। প্রতি অ্যাড ০.০০১ cent. বা ১ সেন্ট এর ১০ ভাগের ১ ভাগ। (১০০ সেন্ট = ১ ডলার) একটি অ্যাড দেখলে বাংলাদেশী টাকায় ১০ পয়সা পাবেন। ৩০ টা অ্যাড দেখলে বাংলাদেশি টাকায় ৩ টাকার মতো পাবেন। এখন ভাবছেন মাত্র ৩ টাকার জন্য কেন ক্লিক করতে যাব? একটু ওয়েট করেন বুঝিয়ে দিচ্ছি। PTC সাইটে এ SIGN UP করলে ওরা আপনার জন্য একটি Personal Referral Link দিবে। যে Link অন্য কারো সাথে মিলবে না। যে ঐ লিঙ্ক কে ক্লিক করে Sign Up করবে তারা আপনার রেফারাল হয়ে যাবে। 

আপনার রেফারাল যদি প্রতিদিন ক্লিক করে তাহলে আপনি ২ সেন্ট করে কামাবেন। ধরুন আপনার ৩০০ রেফারাল আছে। আর তারা প্রতিদিন ক্লিক করে। 300×2= 600 cent OR 6$. বা মাসে 180 ডলার বা মাসে ১৫০০০ হাজার টাকা।শুধু মাত্র Neobux থেকে মাসে ১৫০০০ টাকা ।

কিভাবে কাজ শুরু করবেনঃ

এখানে আপনি কাজ করতে হলে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে।
কিভাবে সাইন আপ করবেন :-

প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন Sing Upক্লিক করলে সাইট এর হোম পেজ আসবে

দেখুন উপরে ডান পাসে Register লিখা আছে। সুতরাং তাতে ক্লিক করুন

1. Username : এ বক্স এ আপনার নাম দিন।
2. Password : এ বক্স এ আপনার নিজের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড বসিয়ে দিন। তারপর তা মনে রাখুুন বা অন্য কোথায় সেব করে রাখুন, যাতে কখনো পাসওয়ার্ড ভুলে গেলে তা হতে সহজেই পেয়ে যেতে পারেন।
3. Password Confirmation : আপনি পূর্বের বস্কে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি এই বস্কেও হুবহু দিন।
4. Email : আপনি রেগুলার যে ইমেইল ইউজ করেন সেই Address দিন।
5. Payza / PayPal Email : আপনার যদি Payza অথবা PayPal এ কোন একাউন্ট থাকে তবে এই
বক্স এ সেই ঠিকানাটি বসিয়ে দিন। আর যদি না থাকে তবে পূর্বের ইমেইলটি এখানেও বসিয়ে দিন। তারপর অন্য কোন সময় উক্ত ইমেইল দিয়ে Payza অথবা PayPal এ একটি একাউন্ড খুলে নিয়েন। Payza তে একাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করতে পারেন।
6. এই লিংক এ ক্লিক করুন।
7. Birth Year : এ বক্স এ আপনার জন্ম সন লিখুন।
8. Verification Code : পাশের
বক্স এ উল্টাপাল্টা লিখাগুলো যে সিরিয়ালে আছে তা হুবহু এই বস্কে বসিয়ে দিন।
9. সবশেষে কিছু লেখা আছে এবং তার পূর্বে একটি খালি ঘর আছে, তাতে ক্লিক করুন। তাহলে দেখবেন তাতে একটি টিক চিহ্ন বাসে যাবে।
10. এবার দেখুন নিচের ডান কর্ণারে Continue লিখা আছে, তাতে ক্লিক করুন।
11. এখন আপনি আপনার ইমেইল চেক করুন। দেখবেন Neobux থেকে Verify মেসেজ এসেছে এবং সেখানে একটি কোড দেয়া আছে। আপনি সে কোডটি প্রথমে মার্ক  করুন। তারপর সেটা কপি (Ctrl + C চেপে) করে Neobux এর Verify পেইজে চলে যান এবং সেখানে খালি ঘরে পেষ্ট (Ctrl + V চেপে) করুন। তারপর Verification লেখার উপর ক্লিক করুন।
12. এখন আপনি মূল পেজে ফিরে জান এবং  লেখার উপর ক্লিক করুন। দেখবেন কয়েকটি বস্ক আসছে।
13. তারপর আপনি উক্ত বস্কে আপনার Username  ও Password দিয়ে   Login লেখার উপর ক্লিক করুন।
13. ব্যাস আপনার একাউন্ট খুলার কাজ শেষ। এখন থেকে প্রতিদিন এভাবে লগিন করেন কাজ করতে থাকুন।

কিভাবে আয় করবেন :-

কয়েকটি উপায়ে আপনি Neobux থেকে আয় করতে পারবেন। সেগুলো হলো :-
ক) এড ভিজিট করার মাধ্যমে আয়।

খ) রেফারেল এর মাধ্যমে আয়।

গ) এড প্রদান করার মাধ্যমে আয়।

ঘ) মেম্বারশিপ আপগ্রেড করার মাধ্যমে আয়।

ঙ) মিনি জবের মাধ্যমে আয়।

ক) এড ভিজিট করার মাধ্যমে আয় :-

Neobux এ আপনি প্রতিদিন কিছু এড পাবেন যেগুলো ভিজিট করতে হবে। তাছাড়া Neobux আনিয়মিত ভাবে কিছু এড দিয়ে থাকে, যা লগইন অবস্থায় থাকলে আপনি ভিজিট করতে পারবেন। আপনার একাউন্টে Login করার পর আপনাকে এড ভিজিট করতে হবে। নিচের চিত্রের দিকে লক্ষ্য করুন।

উপরে দেখুন View Advertisements লিখা আছে। ক্লিক করলে দেখবেন 20-30 টা এ্যাড দেয়া আছে। নিচের ছবির মতো।
এখন আপনি যে অ্যাডে ক্লিক করবেন তার মধ্যে নিচের চিত্রের মতো একটি লাল বলের ন্যায় একটি চিহ্ন আসবে।

এখন আপনি ঐ লাল বলে ক্লিক করে করুন। তাহলে অ্যাডটি অন্য একটি Tab এ Open হবে। তারপর উক্ত অ্যাডটি ভেরিফাই হতে 5 সেকেন্ট সময় নিবে। তার নিচের মতো ছবি পাবেন।

এখন এই Tab এ Close এ ক্লিক করে Tab টি close করে দিন। তাহলে আপনি পুনরায় পূর্বের পেজে ফিরে আসবেন। মনে রাখবেন Neobux এ দুই ধরনের Fixed Advertisements আছে। একটির কালার গোলাপি। আর অন্যটির কালার হলুদ। হলুদ অ্যাড সবসময় 4 টি থাকে। কখনোই 4 টার বেশি থাকে না। এই 4টি অ্যাডই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অ্যাডগুলো ক্লিক করতে কখনো ভুলবেন না। নতুবা আপনি আপনার রেফারেল বোনাস পাবেন না। তাই আমার পরামর্শ থাকবে সর্বপ্রথম এই 4টি অ্যাড-এ ক্লিক করবেন। তারপর অন্যগুলো ক্লিক করুন।

প্রতিটি অ্যাড এ ক্লিক করলে 5 সেকেন্ড সময় নিবে। এভাবে 15-20 টি অ্যাড দেখলে 5 মিনিট সময় লাগবে। আর এতে আপনার আয় হবে 0.0020 ডলার। তাহলে মাসে হবে 0.600 ডলার। কি এতো কম আয় দেখে চিন্তিত হয়ে পড়লেন? চিন্তিত হওয়ার কিছু নেই। আয় বৃদ্ধি করার জন্য সম্পূর্ণ পোষ্টটি খুব মনোযোগ দিয়ে পড়ুন।

খ) রেফারেল এর মাধ্যমে আয় :-
Referral এর মাধ্যমে প্রচুর পরিমানে আয় করা সম্ভব। এক্ষেত্রে দুটি পদ্ধতিতে আপনি রেফারেল করে আপনার আয় কয়েকগুণ বাড়াতে পাড়েন। পদ্ধতি দুটি হচ্ছে :-

Direct referral : Neobux-এ ১৫ দিন একা একা কষ্ট করে কাজ করার পর আপনি Direct referral এর মাধ্যমে অন্যকে জয়েন করাতে পারবেন। Username এর উপর ক্লিক করার পর পেজের বাম পার্শ্বে Banners লেখার উপর ক্লিক করলে নিচের ছবির মতো একটি Referral লিংক পাওয়া যাবে।

চিত্রে আপনার লিংকগুলো ব্যবহারের উপযোগী করে দেয়া হয়েছে। তবে প্রথম লিংকটিই সব জায়গায় ব্যবহার করা যায় এবং এর ব্যবহারও খুব সহজ। কেবল এই লিংকটি এখান থেকে কপি করে আপনার কাঙ্খিত স্থানে পেষ্ট করে দিলেই হবে। তারপর এই লিংকের মাধ্যমে যারা জয়েন করবে তাদেরকে নিয়েই হবে আপনার টীম। তারা ক্লিক করলে তাদের আয়ের একটা অংশ বোনাস হিসেবে আপনিও পাবেন। এতে তাদের একাউন্ট থেকে কোন কিছু কমতি হবে না। যারা Standard Member হিসেবে আছেন তারা প্রতি ক্লিকে $০.০০৫ ডলার করে পাবেন। Standard Member ৩০ জন Direct referral নিতে পারবে (upgradeকরলে বাড়বে। এখন আপনার যদি ৩০ জন Direct referral থাকে এবং তারা যদি গড়ে প্রতিদিন ২টা ক্লিক করে তাহলে টোটাল ক্লিক ৬০ টা, আয় ৩০ সেন্ট প্রতিদিন + আপনার আয়।

Rent referrals: রেন্ট রেফারেল হলো PTC থেকে আয় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক। জয়েন করার পর পরই রেফারেল রেন্ট নেয়া যায়। এজন্য কোন ধরনের invest করাতে হয় না। কিন্তু যারা এ সাইট থেকে দ্রুত আয় করতে চান তারা প্রথমেই ইনভেস্ট করে Rent referrals কিনে নিতে পারেন। তাহলে আপনার আয় দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। আর যারা ইনভেস্ট না করেই আয় করতে চান তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তাদেরকে নিয়মিত ক্লিক করে বা Neobux এর অন্য কোন উপায়ে কাজ করে $০.৬০ ডলার জমা করতে হবে।  আপনার Neobux Account এ যখন  $০.৬০ সেন্ট জমা হবে তখনই আপনি ৩ জন রেফারেল নিয়ে কাজ করতে পারবেন। এভাবে প্রতিবারই $০.৬০ সেন্ট জমা হলেই ৩ জন করে রেফারেল কিনতে থাকলে আপনার আয়ও বৃদ্ধি পেতে থাকবে।
Rented Referral  মূলত হচ্ছে Neobex এ যারা কাজ করে, কিন্তু তাদের কোন Up-line নাই। Neobex তাদেরকে বিক্রি করে দেয়। আপনি এক মাস থেকে শুরু করে 240 দিনের জন্য Rented Referral কিনতে পারবেন। তারপর ইচ্ছা করলে মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। প্রতিটি Rented Referral এর জন্য রেট হচ্ছে :-
15 দিন = কোন ছাড় নেই।
30 দিন = 8% ছাড়।
60 দিন = 13% ছাড়।
90 দিন = 20% ছাড়।
150 দিন = 27% ছাড়।
240 দিন = 32% ছাড়।

রেটের প্রতি লক্ষ্য করে দেখুন যে যত বেশি দিনের জন্য Rented Referral কিনবে এভারেজে তার সেন্ট কম খরচ হবে। Rented Referral যদি প্রতি দিন কাজ করে প্রতি রেফারেলের মাধ্যমে প্রতিমাসে আপনি আয় করতে পারবেন 1.20 ডলার। যদি মনে করেন Rented Referral ক্লিক করছে না বা আপনার চাহিদা অনুযায়ী ক্লিক করছে না তাহলে তাকে Recycle করে দিন। এজন্য আপনার একাউন্ট থেকে 0.07 সেন্ট কেটে নেয়া হবে। Recycle করলে আপনাকে উক্ত Referral পাল্টিয়ে আরেকটি Referral দিয়ে দিবে।

কিভাবে Rented Referral কিনবেন ?

1. প্রথমে উপরের সারিতে অবস্থিত Username লেখার উপর ক্লিক করুন অথবা বাম সারিতে লিখা Summary লেখার উপর ক্লিক করুন। নিচের চিত্রের দিকে লক্ষ্য করুন।

2. Referral কিনার জন্য উপরের সারির নিচের সারিতে চিত্রে চিত্রে চিহ্নিত Referral লেখার উপর ক্লিক করুন।
3. এখান থেকে 3 থেকে 100 পেকেজের মধ্যে যেটি কিনার মতো আপনার বেলেন্স আছে সে অপশনটি সবুজ দেখতে পাবেন
4. এখন আপনি উক্ত পেকেজগুলোর মধ্যে যে পেকেজগুলো সবুজ থাকবে তা হতে ইচ্ছামতো একটি পছন্দ করে তার উপর ক্লিক করুন।
5. এখন দেখবেন যে একাউন্ট থেকে খরচ করবেন তার একটি বক্স আসছে। আপনি সেখানে ক্লিক করে Main Balance অপশনটি সিলেক্ট করুন।
6. এখন আপনি Submit লেখার উপর ক্লিক করুন। ব্যাস আপনার Referral কেনা হয়ে গেল। বিশ্বাস না হলে আপনার মেইন বেলেন্স এবং Rented Referralচেক করে দেখুন। Rented Referral  চেক করার জন্য আপনি পূর্বের চিত্রের ডান পার্শ্বের সারিতে Rented লেখার উপর ক্লিক করুন। আর Direct Referral চেক করতে Rented লেখার উপরে Direct লেখার উপর ক্লিক করুন।

Neobux এ রেন্ট করার রেট :

$০.৬০ = ৩ জন (৩০ দিন মেয়াদ)

$১ = ৫ জন (৩০দিন)

$২= ১০ জন (৩০দিন)

$৫ = ২৫ জন।

$২০ = ১০০ জন।

৩০ দিনের মেয়াদ শেষ হয়ে গেলে রিনিউ করা যায়।
এখন আপনি যদি ১০০ জন রেন্ট নিয়ে কাজ করেন, আর তারা যদি গড়ে ২টা ক্লিক করে তাহলে $১ প্রতিদিন আয় করা যাবে। Standard Member ৩০০ জন রেন্ট নিতে পারবে (upgrade করলে বাড়বে)।

যদি রেন্ট রেফারেল ক্লিক না করে (একটিভ না থাকে) তাহলে recycle করা যাবে। recycle চার্জ $০.০৭ প্রতি জন। Recycle করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি Username ক্লিক করে বাম পার্শ্বের সারির মাঝদিকে Rented লেখার উপর ক্লিক করুন। নিচের চিত্রের দিকে লক্ষ্য করুন।

এবার আপনি যে রেফারেলকে recycle করবেন সে লাইনের শেষ দিকের পূর্বের এই চিহ্নের উপর ক্লিক করুন। এতে ক্লিক করার সাথে সাথেই নিচের চিত্রের মতো একটি পেরা আসবে।

তারপর এই পেরার Yes লেখার উপর ক্লিক করুন। ব্যাস আপনাকে আর কিছু হতে হবে না। সাথে সাথেই Neobux আপনাকে Successful বিষয়ক একট বার্তা দিবে। তারপর Rented Referral চেক করে দেখুন আপনার রেফারেল যুক্ত হয়ে গেছে।

গ) এড প্রদান করার মাধ্যমে আয় :-

আপনার যদি কোন ওয়েবসাইট বা ব্লগ থেকে থাকে তাহলে আপনি নির্দিষ্ট পরিমান ক্লিক এর জন্য এড প্রদান করতে পারেন। এর মাধ্যমে অতি অল্প খরচ করে আপনার ওয়েবসাইট বা ব্লগ এর আয় প্রচুর পরিমানে বাড়াতে পাড়েন।

ঘ) মেম্বারশিপ আপগ্রেড করার মাদ্ধমে আয় :-

Standard মেম্বার ছাড়াও আরো চার ধরনের মেম্বারশিপ ক্যাটাগরি আছে যেগুলো হচ্ছে……

# Golden

# Emerald Sapphire

# Platinum Diamond

# Ultimate

মেন্বারশিপ অনুযায়ী আপনার রেফারেল রেন্ট ও অ্যাডের মূল্য সীমাবদ্ধ থাকে। যা নিচের নিচের মাধ্যমে দেখানো হলো :

এ ক্যাটাগরি অনুযায়ী আপনার ক্লিক এর আয় এবং রেফারেল আয় এর হার অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। পাশাপাশি অন্যান্য আরো অনেক সুযোগ ‍সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ আপনার মেম্বারশিপ ক্যাটাগরি আপগ্রেড করার মাধ্যমে আপনি অনেক ইনকাম করতে পারবেন, যা আপনি চিন্তাও করেননি। নিচের চিত্র দেখে বুঝার চেষ্টা করুন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ইনকাম করার হার :

শর্ত – ১ :

Neobux এর RR System বুঝা এক দিনে সম্ভব না। আর এত সল্প পরিসরে এখানেও আলোচনা করা সম্ভব না। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রথমদিকে আমিও RR পুরো বুজতাম না। কিন্তু আমি প্রতিদিন Forum ঘাটাঘাটি করতাম। Footer অংশে help নামে একটি ট্যাব আছে। ঐ ট্যাব গিয়ে ঘাটা ঘাটি করতাম। কোন কিছু না বুঝলে support এ কথা বলতাম। আপনিও তাই কারার চেষ্টা করবেন। দেখবেন ৩-৫ মাস পর আপনিও এক্সপার্ট হয়ে যাবেন। কিন্তু অনেকেই মনে করে ১ দিনেই সব বুঝে যাবে। কিন্তু না বুঝে লস খায় আর দোষ হয় PTC সাইট ভালো না।

শর্ত – ২ :

ভুলেও ১ টাকাও ইনভেস্ট করবেন না। আমি বারবার বলতেছি আগে পুরো ব্যাপারটা বুঝার চেষ্টা করেন। Forum ঘাটাঘাটি করেন। সবকিছু বুঝতে ৪-৫ মাস সময় লাগতে পারে। কিন্তু অনেকের এই ৪-৫ মাস ধৈর্য নাই। ১৫-২০ দিন পরে হয় ক্লিক করা বাদ দিয়া দেয় অথবা না বুঝে ইনভেস্ট করে ধরা খায়। তাই আগে শুধু ক্লিক করে দুই একবার টাকা Withdraw করেন। বুঝেন তারপর ইনভেস্ট করেন বা না করে Direct Referral ইনকাম দিয়ে RR কিনে টেস্ট করেন। অথবা আমার ফরমুলা অনুসরন করুন।

শর্ত – ৩ :-

আপনাকে প্রতিদিন অবশ্যই হলুদ Fixed advertisement গুলো ক্লিক করতে হবে। দৈনিক ৪ টা করে এই ধরনের অ্যাড পাবেন। আগে এই ধরনের অ্যাড ক্লিক করে নিয়ে তারপর অন্য অ্যাড ক্লিক করবেন। তা না হলে রেফেরাল ইনকাম পাবেন না।

ফরমুলা- ১ :-

টাকা ইনভেস্ট না করে কিভাবে ইনকাম করবেন :

# 1 মাস ক্লিক করার পর আপনি 1$ আয় করতে পারবেন। এই1$ না তুলে (Withdraw না করে) 1$ দিয়ে ৫ টি Rented Referral কিনবেন।

# 5 টি RR এর কারণে 10 দিনেই আবার 1$ ইনকাম করবেন। ঐ 1$ দিয়ে আবার ৫টি RR কিনবেন।

# 10 টি RR এর কারনে 5 দিনেই আবার 1$ ইনকাম করবেন। ঐ 1$ দিয়ে আবার ৫টি RR কিনবেন।

# এইভাবে ১মাস RR কিনতে থাকলে যখন 50 টি RR হয়ে যাবে হবে তখন RR কিনা স্টপ করবেন। ২০ দিনে 20$ হয়ে যাবে।

# এখন 20$ দিয়ে 100 RR কিনুন। এখন 20 দিন পর আবার30$ জমা হবে আপনার অ্যাকাউন্ট এ।

# ঐ 30$ দিয়ে আবার 150 RR কিনুন। সুতরাং এখন আপনার টোটাল 300 RR আছে। ( এই কিনা কাটি করতে কিন্তু ৩-৪ মাস পার হয়ে গেছে।

## এখন থেকে এই 300 RR Extend করতে মাসে 60$ লাগবে। যদি সব RR কাজ করে তবে মাসে 180$ ইনকাম করতে পারবেন। কিন্তু আসলে সব RR সব দিন কাজ করে না। যাই হোক ধরে নিলাম 200 RR প্রতিদিন কাজ করে তাহলেও আপনি মাস শেষে 120$ ইনকাম করতে পারবেন। 60$ দিয়ে 300 RRএর ভাড়া বা Extend করার খরচ। বাকি 60$ বা ৪৮০০ বা প্রায় ৫০০০ টাকা মাসে ইনকাম।
টাকা উত্তোলনের উপায় :-

মিনিমাম ক্যাশআউট হচ্ছে দুই ডলার এবং প্রতি ক্যাশআউট এ মিনিমাম পেমেন্ট এর পরিমান ১ ডলার করে বৃদ্ধি পাবে ১০ ডলার হওয়া পর্যন্ত। আপনি Payza বা Paypal এর মাধ্যমে আপনার ডলার ক্যাশ করতে পারবেন। এবং পেমেন্ট প্রসেসর অনুযায়ী চার্জ কাটা হবে। তবে Payza এর মাধ্যমে ক্যাশ করাই ভালো। Payza এর একাউন্ট থাকলে ভালো। আর যদি না থাকে তাহলে এখান থেকে Payza এর একটি ফ্রি একাউন্ট খুলে ফেলুন। Payza তে একাউন্ট খুলার জন্য বিস্তারিত জানতে ক্লিক করুনএখানে।
যারা টাকা উত্তোলন করতে চান, তারা Username লেখার উপর ক্লিক করার পর ডান পার্শ্বের উপরের সারির নিচের সারিতে Your Payment লেখাটির উপর ক্লিক করতে হবে। আপনার একাউন্টে যদি উত্তোলন করার মতো তথা ২ ডলার থাকে তবে ঐ লেখাটি সবুজ দেখাবে এবং তাতে ক্লিক করলে একটিভ হবে। অন্যথায় তা ডিএকটিভ থাকবে। নিচের চিত্রের দিকে একটু লক্ষ্য করলেই সব বুঝতে পারবেন।

এখানে আমার একাউন্ডে উত্তোলন করার মতো কোন ডলার নেই। কেননা আমি একটু পূর্বে উত্তোলন করে ফেলেছি। যাহোক যদি সে লেখাটা সবুজ থাকে, তাহলে তার উপর ক্লিক করার পর নিচের চিত্রের মতো একটি পেজ আসবে।

এখান থেকে আপনি আপনার পছন্দমতো ব্যাংক নির্বাচন করে নিন এবং তার উপর ক্লিক করুন। লক্ষ্য করুন চিত্রটিতে দুটি সবুজ এবং অন্য একটি সাদা। এর কারণ হচ্ছে, আমার একাউন্ট সেটিংয়ে এই দুটি ব্যাংকই যুক্ত করা আছে। তাই এখন আমি এই দুটি ব্যাংক থেকে যে কোন একটিতে ডলার উত্তোলন করতে পারি।

এবার আপনি Yes লেখার উপর ক্লিক করুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি যে ব্যাংকে উত্তোলন করেছেন সে ব্যাংকের একাউন্ট চেক করুন। সব ঠিকঠাক থাকলে দেখবেন আপনি 100% সফল হয়ে গেছেন।

একটি পরামর্শ :
দেখুন অনলাইনে অনেক টাকা উড়ে, কিন্তু তা ধরা কঠিন। বাস্তব জীবনের মতোই অনলাইনে কষ্ট করে আয় করতে হয়। রাতারাতি বড়লোক হওয়ার কোন উপায় নেই।  সাইট এ সফল হতে হলে লেগে থাকার মনোভাব থাকা লাগে। 1 মাস 2 মাস কাজ করে বন্ধ করে দেয়ার চিন্তা থাকলে আপনাকে বলবো আপনি এখানে কাজ করার দরকার নাই। শুধু শুধুই সময় নষ্ট করবেন না। কাজ করলে কয়েক বছর ধারাবাহিকভাবে কাজ করতে হবে, তবেই সফল হতে পারবেন।

Brainbux সাইন আপ করেই নিন €৩ ইউরো


আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দুয়াই আর আল্লহর রহমতে আমিও অনেক অনেক ভাল আছি। আজকে PTC Site Brainbux  নিয়ে বলবাে। পিটিসি সাইট BrainBux এ সাইন আপ করলেই পাবেন €৩ ইউরো। তবে শুধুমাত্র ২০০০০ মেম্বার পাবে।





এখন আছে প্রায় ১৯০০০ এর উপর মেম্বার। তাই দ্রুত সাইন আপ করেই নিয়ে নিন €৩ ইউরো। আর তাদের প্রতি এড এ ক্লিক করে পাবে €০.০৫ থেকে €০.১০ ইউরো । এভাবে ১০০ ক্লিক পড়লেই আপনার টাকা তুলতে পারবেন। টাকা তুলতে পারবেন আপনার Payza বা Paypal অ্যাকাউন্ট দিয়ে। তাই প্রথমে এখানে গিয়ে একাউন্ট খুলে নিন

http://brainbux.com/?ref=ASKRubel




একাউন্ট খোলার পর আপনার একাউন্ট এ ৩ ডলার জমা হবে।  এরপর Earn Money থেকে তাদের এড গুলোতে ক্লিক করুন। নিউ পেজ আসবে। কিছুক্ষন লোড নেয়ার পর উপরে কয়েকটি ছবি দেয়া হবে। যে ছবি ঊল্টো করে থাকবে সেই ছবিতে ক্লিক করুন। Thanks For Watching দেখালে আপনার একাউন্ট এ ডলার জমা হবে। প্রতিদিন এড দেয়া হবে। এড এ ক্লিক করতে ১০ মিনিট ও লাগবে না। কিন্তু আপনার আয় হবে।

আয় করুন প্রতিদিন $১০-$২০০ ডলার

Adzprie


সাইটি নতুন তবে USA রেজিস্টার করা সাইট।

New PTC Site

Site name…. Adzprie

Par Click….$0.01
Par Ref:, click…. 100% Commission

Sign up Bonas… free Membership

And $0.25 Dollar
অাপনি সাইটিতে Referrals কিনতে পারবেন।
মনে রাখবেন Referrals Commission 100%.
আপনি প্রতিদিন 12- টি এড পাবেন
যদি আপনি ১০০ Referrals কিনতে পারেন তাহলে ১০০*১২= $১২ ডলার প্রতিদিন
যদি ২০০০*১২=$২৪০ ডলার প্রতিদিন
এই হিসাব মাত্র রেফারেল এর ১ টি click এর কিন্তু প্রতেক Referrals প্রতিদিন ৬-১২ টি Click করে

UK Registered Company
So, No Tension

Facebook ও Twitter এর মাধ্যমে আয় করুন

Facebook এ বসে শুধু সময় নষ্ট করবেন?

নাকি আপনার Facebook ওTwitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাবেন?


হ্যাঁ. এখন আপনি চাইলে আপনার Facebook এবং Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাতে পারবেন। আপনাকে আজ এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি এই ইউরো কামাতে পারবেন। সাইটটির নাম হচ্ছে


http://www.fanslave.net/ref.php?ref=1460783


এশুধুমাত্রLike & Followর মাধ্যমেই আপনি দিনে ২০ মিনিটের চেয়ে কম কাজ করে .50 ইউরো আয় করতে পারবেন। আপনি ১৫ ইউরোহলেই PayPal বা Alert-pay এর মাধ্যমে Pay out করতে পারবেন। আর আপনারা জানেন যে, ১ ইউরো সমান ১১০ টাকা। তবে আর দেরি কেন?

***তবে আর দেরি কেন? আজই Register করে আয় শুরু করে দিন।

রেজিস্ট্রেশন পদ্ধতি:

প্রথমে এখানে ক্লিক করে: Click Here প্রথমে এই লিঙ্ক এ গিয়ে রেজিস্ট্রেশান করুন।


http://www.fanslave.net/ref.php?ref=1460783


রেজিস্ট্রেশন করুন।

নিচের চিত্রগুলো অনুসরন করুন-

http://www.fanslave.net/ref.php?ref=1460783


এখানে Name, Username, E-mail, Password সঠিকভাবে লিখুন। তারপর ‘I ACCEPT. CREATE MY ACCOUNT’ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।

রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি Credits 50 অর্থাত Cash 0.25 Euro বোনাস পাবেন। (এখানে 2 Credit = 0.01 Euro)

রেজিস্ট্রেশনের পর নিচের ধাপ গুলো অনুসরন করুন:-


১ম ধাপ:

রেজিস্ট্রেশন করার পর আপনার Facebook এবং Twitter একাউন্টের সাথে Connect করুন। এজন্য নিচের চিত্রগুলো অনুসরন করুন-

http://www.fanslave.net/ref.php?ref=1460783


উপরের ছবিতে দেখানো স্থানে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে।তারপর Go to App বাটনে ক্লিক করুন।


http://www.fanslave.net/ref.php?ref=1460783


http://www.fanslave.net/ref.php?ref=1460783



http://www.fanslave.net/ref.php?ref=1460783



*একই ভাবে আপনি Account Overview পৃষ্টা থেকে Twitter-এ অনুসরন করতে পারেন।


http://www.fanslave.net/ref.php?ref=1460783



*আপনার একাউন্টটি সঠিকভাবে কানেক্ট হলে নিচের চিত্রের মত দেখাবে।

উপরের ছবিতে দেখা যাচ্ছে Connected Facebook Account ও Twitter এর পাশে আমার নাম দেখাচ্ছে। যদি এখানে আপনার নাম দেখা না যায় তবে বুঝতে হবে সঠিকভাবে কানেক্ট হয়নি। সেক্ষেত্রে এখানে ক্লিক করে তা কানেক্ট করতে হবে।

*এখন আপনার রেজিস্ট্রেশন পুরোপুরি শেষ হল। এবার আপনি আয় করার জন্য প্রস্তুত।

যেভাবে আয় করবেন:

প্রথমে Fanslave এ আপনার Username ও Password দিয়ে Loginকরুন। তারপর, Your Account মেনু থেকে Facebook Overview অথবাTwitter overview তে ক্লিক করুন।

নিচের চিত্রটি দেখুন-

http://www.fanslave.net/ref.php?ref=1460783


তারপর নিচের চিত্রের মত একটি পেজ আসবে।

http://www.fanslave.net/ref.php?ref=1460783



উপরের চিত্রে দেখানো এগুলো একেকটি ফেসবুক ফ্যান পেজ। এখানে ক্লিক করে ওপেন করে Like বা Follow করুন। সবগুলো পেজ Like বা  Follow করা হয়ে গেলে Update বাটনে ক্লিক করুন।

**মনে রাখবেন Update বাটনে ক্লিক না করলে কিন্তু আপনার একাউন্টে Cash জমা হবে না।

নিচের চিত্রটি দেখুন-Picture

http://www.fanslave.net/ref.php?ref=1460783



Update দেয়ার পর দেখবেন আপনার একাউন্টে Cash জমা হয়ে গেছে।

*এভাবে প্রতিদিন ২-৩ বার একাউন্টে ঢুকে পেজ লাইক করবেন।

রেফারেলের মাধ্যমে আয়:

আছে আয় করার জন্য ১৫% রেফারেল ইনকাম। আপনার রেফারেল লিংকের মাধ্যমে যারা জয়েন করবে, তারা যত ইউরো আয় করবে আপনি পাবেন তার পুরো আয়ের ১৫%। প্রচুর পরিমানে আয় করার জন্যে এটা একটা বড় সুযোগ নয় কি?

আমি এখানে একটি হিসাব দিচ্ছি- মনে করুন, আপনি ৫০ জনকে রেফার করলেন। এবং তারা প্রত্যেকে মাসে ৩০ ইউরো করে আয় করছে। তাহলে আপনার আয় দাড়াল (৫০*৩০=১৫০০)১৫% সমান ২২৫ ইউরো বা (২২৫*১১০=২৪৭৫০) ২৪৭৫০ টাকা প্রতি মাসে অতিরিক্ত আয়। আপনি যদি আরও বেশি রেফার করতে পারেন, তাহলে তো আরো অনেক বেশি ইনকাম।আর আপনার নিজস্য আয় তো থাকবেই। এত সহজে এরকম আয় করার সুযোগ আর কোথাও কারো জানা আছে কি??????? অনেকে প্রশ্ন করতে পারেন যে, এত তারাতারি এত রিফার করব কিভাবে? আমি বলব, যেকোন ধরনের আয় করতে হলে প্রথমে কম কম আয় করে হলেও দু-এক মাস কাজ করার পর আপনি প্রচুর পরিমান আয় করতে পারবেন। উল্লেখ্য, প্রথম প্রথম আপনি খুব বেশি পেজ পাবেন না। তাই প্রথমে আপনি খুব বেশি আয় করতে না পারলেও কাজ চালিয়ে যান। যখন আপনার Fan Rank বাড়বে সাথে সাথে আপনার আয়ও বাড়বে, প্রথমে আপনার Fan Rank 01 ( One) থাকবে, যা পরবর্তীতে 10 (Ten) পর্যন্ত বাড়বে। তবে তার জন্য আপনার রেফার বাড়াতে হবে এবং Facebook এর ফ্রেন্ড সংখ্যাও বাড়াতে হবে। রেফার না বাড়ালেFan Rankও বাড়বে না, আর Fan Rank না বাড়লে আয়ও বাড়বে না।সুতরাং যত বেশি রেফার তত বেশি আয়।

***তবে আর দেরি কেন? আজই  রেজিস্ট্রেশন করে আয় শুরু করে দিন। এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন

Fanslave থেকে অন্য সব সুযোগ সুবিধা: এখান থেকে আপনি উপার্জন ছাড়াও অন্য সুযোগ-সুবিধা পেতে পারেন। যেমন- আপনার যদি একটি ফেসবুক ফ্যান পেজ থাকে তাহলে আপনি কিছু ক্রেডিটের বিনিময়ে আপনার পেজের লাইক বাড়িয়ে নিতে পারেন। এছাড়াও রয়েছে অন্য সুযোগ-সুবিধা। যা আপনি তাদের সাইট ভিসিট করলেই জানতে পারবেন।


http://www.fanslave.net/ref.php?ref=1460783

Contact Form

Name

Email *

Message *