Tuesday, June 7, 2016

নতুন চাঁদ দেখলে যা বলতে হয়

ত্বালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নাবী ﷺ যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দো‘আ পড়তেন,
“আল্লা-হুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি অলঈমা-নি অসসালা-মাতি অলইসলা-ম, রাববী অরাববুকাল্লা-হ, (হিলালু রুশদিন অখায়র)।”
অর্থ- হে আল্লাহ! তুমি ঐ চাঁদকে আমাদের উপর উদিত কর নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। (হেদায়েত ও কল্যাণময় চাঁদ!)

রিয়াদুস স্বালেহীন ১২৩৬।
(তিরমিযী-হাসান, কিন্তু বন্ধনী-ঘেরা শব্দগুলি তিরমিযীতে নেই।) [তিরতিযী ৩৪৫১, আহমাদ ১৪০০, দারেমী ১৬৮৮়

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *