Friday, June 3, 2016

বাংলাদেশি এড দেখে আয় করুন

আপনার একটা ওয়েবসাইট বা ব্লগ আছে কিন্তু ইনকাম করতে পারছেন না, কিন্তু আজকে থেকে পারবেন আপনাদের জন্য আজকে নিয়ে এলাম গুগল অ্যাডসেন্স এর সেরা বিকল্প বাংলাদেশি অ্যাডসেন্স। অলাইনে ইনকাম এর অনেক গুলো পদ্ধতি আছে। প্রায় ১০০ উপায়ে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন। এই উপায়গুলর মধ্যে অন্যতম হল ব্লগিং করে আয় করা। অনেক জনপ্রিয় পদ্ধতি এটা। আর এটা তুলনামুলক ভাবে সহজ একটি মাধ্যম অনলাইনে ইনকাম করার। গুগল অ্যাডসেন্স হল সোনার হরিন, কিন্তু বাংলাদেশ থেকে গুগল অ্যাডসেন্স পাওয়া খুব কষ্টের ব্যাপার ।  কারন গুগল বাংলাদেশে সহজে অ্যাডসেন্স অ্যাপরুভ করে না, গুগল অ্যাডসেন্স নেই তাই বলে কি আপনি ইনকাম করতে পারবেন না। উত্তর অবশ্যই পারবেন কারন আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বাংলাদেশি অ্যাডসেন্স এর সাথে যেখানে আপনি সহজেই অনেক ইনকাম করতে পারবেন যদি আপনারসাইট এর ভিসিটর ভাল থাকে। যেই সাইট তার কথা বলছি সেটা হল GlossyAds.com। অনেক চমৎকার একটা সাইট এটা। আপনি আপনার Bkash account, Dutch Bangla, Mobile Recharge দিয়ে টাকা তুলতে পারবেন। যেহুতু বিকাশ আছে সেহেতু টাকা তুলা নিয়ে কোন সমসসা হবেনা বলে আসা করি। সাইট টা ঘুরে আস্তে পারেন যদি ভাল লাগে তবে এর সাথে কাজ করতে পারেন। আমি বলতে পারি ঠকবেন না। কিভাবে করবেনজ। Glossyads.com এখানে ক্লিক করুন, প্রথমে উপরের দেওয়া লিংক এ গিয়ে একদম নিচের দিকে দেখবেন যে Join Now  লেখা আছে। ওই খানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে। ঠিক ঠিক ভাবে ফরমটি পুরন করুন। তারপর কি করবেন তা নিজেই বুজবেন। ভাল থাকবেন সবাই।
আল্লাহ হাফেয।

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *