Saturday, June 4, 2016

মহাপাপ থেকে বিরত থাকা যাবে

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ﷺ বলেছেন, “পাঁচ অক্ত নামায, এক জুমআ হতে পরের জুমআ পর্যন্ত, এক রমজান হতে অন্য রমযান পর্যন্ত (কৃত নামায-রোযা) সেগুলির মধ্যবর্তী সময়ে সংঘটিত (ক্ষুদ্র ক্ষুদ্র) পাপ-রাশির প্রায়শ্চিত্ত (মোচন-কারী) হয় (এই শর্তে যে,) যখন মহাপাপ থেকে বিরত থাকা যাবে।” রিয়াদুসসালেহীন ১১৫৬। মুসলিম ২৩৩, তিরমিযী ২৪১

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *