Wednesday, June 8, 2016

অনলাইনে নতুন হলেও মাসে ১০০০০ টাকা আয় করতে পারবেন।

আগেই বলছি সব লেখাটুকু ভালো ভাবে পরুন । এতে আপনার ভাগ্যের তালা খুলে যেতে পারে । তা্ই অবহেলা করেন না । লেখা টুকু মন দিয়ে পরেন তার পর একটা একাউন্ট করেন ।  আমার এক রেফারাল তার android ফোন দিয়ে মাসে ১০০০০ টাকা আয় করে মাত্র ৩০ মিনিট কাজ করে । আপনি পারবেন না কেন ?? এদিকে আসুন কাজ করুন আর নিজের কেরিয়ার নিজে গড়ুন। কাজ করতে থাকুন সব ধরনের সুবিধা পাবেন ।

আজ আমি আপনাদের সাথে Traffic Monsoon কে নিয়ে কিছু কথা বলবো । এটির সাথে আপনারা অনেকেই পরিচিত । ১০০% trusted সাইট ।1 সেকেন্ডে পেমেন্ট করে ।

কাজ করার জন্য আপনার কি কি প্রয়োজন ::

*ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার / laptop / ভাল Android phone হলেও হবে ।

*একটি ইমেইল একাউন্ট।

* ১ টা Payza Account. Account খোলার আগেই  Payza Account  খুলতে হবে। পরে খুলে নিলেও অসুবিধা নেই ।

account খোলার সময় Payza এর email দিতে হবে। অর্থাৎ আপনি যে ইমেইল টা দিয়ে traffic monsoon একাউন্ট করবেন সেই ইমেইল টা পেজার ইমেইল হিসাবে দিতে পারেন ।

* দিনে সর্বোচ্চ 20 মিনিট সময়

* আর সবথেকে বেশি প্রয়োজন আপনার ইচ্ছা & ধৈর্য ।

কাজের ধাপঃ

    সঠিকভাবে একাউন্ট তৈরি করা। [[[আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ি একাউন্ট করবেন। তা না করলে আপনি আপনার একাউন্ট approve করতে পারবেন না । যেমন first name, last name, birth day, ঠিকানথিকান

সব এড সময় মতো দেখা।
রেফারেল বানানো।
10টি surf এড নিয়মিত দেখা। (Referral থাকলে আবশ্যক)
ডলার কেস আউট করা।অর্থাৎ টাকা আয় থেকে শুরু করে হাতে পাওয়ার A to Z.

এবার কাজ শুরু করা যাকঃ
সঠিকভাবে একাউন্ট তৈরি করাঃ প্রথমে আপনাকে Trafficmonsoon রেজিস্টার করতে হবে।

রেজিস্টার করতে নিচের লিংকে  ক্লিক করুন। তার আগে ১০ মিনিট লেখাটি ভাল করে পরে নিন ।




    এবার সাইটের হোম পেইজটি আসবে এখান থেকে register  এ ক্লিক করে নিচের তথ্যগলো সঠিক ভাবে দিয়ে আপনার একাউন্টটি তৈরি করুন। এবার যে পেইজটি আসবে তাতে ক্লিক করে নিচের তথ্যগলো সঠিক ভাবে দিয়ে আপনার Traffic monsoon একাউন্টটি তৈরি করুন।

    * First Name : (নাম)

    *Last Name : (টাইটেল)

    *birth day (আপনার জন্ম তারিখ)

    * Email Address : (এখানে আপনার ইমেইল একাউন্টটি দিন। এই একাউন্টে আপনার একাউন্টের সকল তথ্য দেওয়া হবে)

    * Retype E-mail: (একই ইমেইল একাউন্ট আবার দিন।)







Address : ( ঠিকানা )

    City : (শহর)

    State : (শহরের নাম দিলেই হবে )

    Country :Bangladesh

    Postal Code(পোষ্ট কোড ভোটার আইডি কার্ডে দেওয়া আছে )

    Phone . (মোবাইল নাম্বার দিন)

    * Enter Username: (এখানে একটি ইউজার নেইম নির্বাচন করুন। এর মধ্যে কোনো স্পেইস হবে না)

    * Define Password (Letters and Numbers): or Retype Password: (এখানে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিন।)যেমন ; চিত্রে দেখুন

    * Setup a Withdraw Code & Retype Code: (এখানে চার ডিজিটের বেশি একটি পিন নম্বার দিন। ডলার withdraw করার সময় এই পিন দিতে হবে। এই pin টি মনে রাখবেন) যেমন ; চিত্রে দেখুন 






 * Payment Information: (এখানে যদি আপনার ইতিমধ্যে পেইজা অথবা পেপাল একাউন্ট থাকে তাহলে দিয়ে দিন। বাংলাদেশে paypal support করে না, তাই Payza দিয়ে dollar withdraw করাই ভালো।

না থাকলে যেটা দিয়ে account করছেন সেটাই দিন । পরে Payza খুলে নিলেই হবে ।

    What is the name of your best friend as a child? যেমন

    What is the name of your elementary school? যেমন

    In what city or town does your nearest sibling live?





এবার I understand and fully agree to ট্রাফিকমনসুন Terms and Conditions Including that any purchase of service is non-refundable. মার্ক করে কেপচা পূরণ করে “Proceed” এ ক্লিক করুন।






এবার একটি সমস্যা হতেও পারে নাও পারে যদি হয় তবে কি করবেন ? সমস্যাটা হল IP problem, সাইট আপনাকে বলবে আপনার আইপি দিয়ে ইতিমধ্যে একটি একাউন্ট খুলা হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন। আমি বলে দিচ্ছি, আপনি আপনার মডেমটি ডিকানেক্ট করে আবার কানেক্ট করুন। এবার Setup a Withdraw Code: or Retype Code: এবং Define Password (Letters and Numbers): or Retype Password: গুলো আবার আগের মত দিয়ে “Proceed” এ ক্লিক করুন। যদি আবারও না হয় তাহলে এভাবে দুই তিনবার চেষ্টা করার পরই একাউন্ট তৈরি হয়ে যাবে। “proceed” button এ click করলে যদি আসে যে A verification code was sent to your account তাহলে বুঝবেন আপনার account হয়ে গেছে। আর যদি বেশি ঝামেলা হয় তাহলে আপনার android phone দিয়ে account করতে পারেন । ফোন দিয়ে করলে এক বারেই হয়ে যাবে ।কোনো ঝামেলা হয় না । একাউন্ট যদি হয়ে থাকে নিচের মত দেখাবে 





এবার আপনাকে আপনার Traffic Monsoon একাউন্ট ভেরিফাই করতে হবে। তার জন্যে আপনার gmail/ yahoo তে log in করুন।  ভেরিফাই করতে আপনার ইমেইল একাউন্ট চেক করুন। ট্রাফিকমনসুন থেকে আপনাকে একটি ইমেল দেওয়া হবে। ইমেইলে আপনার একউন্টের তথ্যসহ আপনার একাউন্ট একটি লিংক দেওয়া হবে। লিংকটিতে ক্লিক করে আপনার একাউন্টে পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগিং করুন। আপনার একাউন্ট তৈরির কাজ শেষ।











 তার পর ভোটার আইডি কার্ড অনুযায়ি  আপনার account এর profile complete করতে হবে । profile complete করতে edit profile এ ক্লিক করুন । সব তথ্য ঠিক আছে কিনা একবার দেখে নিন । আপনার profile complete করার পর উপরে  my account এ ক্লিক করবেন ।

Edit profile এর নিচে account status  not verified এ ক্লিক করুন

    তার পর আপনার ভোটার আইডি অনুজায়ি fast name and last name দিন । তার পর আপনার ভোটার আইডি কার্ডের স্কান করা একটা ছবি আপলোড করুন । আইডি কার্ডের ১ম পাশ ও ২য় পাশ মিলে একটি ছবি হবে । কম্পিউটারে দোকানে গিয়ে বললে ঠিক করে দিবে । ছবির সাইজ যেন ৫০০kb এর কম ছারা যেন বেশি না হয় ।



 

এখন কথা হল যে আপনার যদি ভোটার আডি কার্ড না থাকে তাহলে আপনি কি করবেন ??আপনার মা/বাবার আইডি কার্ড দিয়ে করতে পারেন । কোনো অসুবিধা নাই ।

আইডি আপলোড করার পর ২ থেকে ৩ দিনের মধ্য আপনার account  approved হয়ে যাবে ।

একাউন্ট করতে এখানে ক্লিক করুন ।

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *