অনেক ব্লগ পোস্ট ও বিভিন্ন মানুষের মুখে শুনলাম যে Payoneer Mastercard নাকি ঠিকমত পোছাইনা বা তারা কার্ড পান না। এসব শুনে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ১ মাস wait করার পর যদি কার্ড না পাই।
কিন্তু এটা ভুল ধারনা, আপনি যদি সঠিক ঠিকানা দিয়ে থাকেন তাহলে কার্ড আপনি নিশ্চয় পাবেন। এভাবে আমি একদম সঠিক সময়েই আমার কারডটি হাতে পাই।
কিন্তু এটা ভুল ধারনা, আপনি যদি সঠিক ঠিকানা দিয়ে থাকেন তাহলে কার্ড আপনি নিশ্চয় পাবেন। এভাবে আমি একদম সঠিক সময়েই আমার কারডটি হাতে পাই।
নোট : Payoneer Mastercard এপ্রোভ হওয়ার পর আপনাকে কার্ড পাওয়ার তারিখ জানিয়ে দেওয়া হবে। আপনার উচিত ঐ তারিখ পোস্ট অফিস এ গিয়ে খোজখবর নেয়া। কারন যদি আপনি ঠিক সময়ে কার্ড সংগ্রহ না করেন তাহলে তা আবার Payoneer UK এর কাছে পৌঁছে দেওয়া হবে।
কিভাবে Sign Up করবেন:
উপরের ছবিতে দেয়া ফরমটি সঠিকভাবে পূরন করুন। এখানে নাম, জন্ম তারিখ অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে মিল রেখে দিবেন, যাতে কোন ভুল না হয়। তারপর আপনার ইমেইল, আপনার ঠিকানা, Postal Code, মোবাইল নম্বর সঠিকভাবে দিন।
দ্বিতীয় ধাপ :
এবার পাসওয়ারড দিন এবং security question টি বেচে নিন
তৃতীয় ধাপ :
আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর টি সঠিক ভাবে দিন এবং দেশ বাংলাদেশ সিলেক্ট করুন।
এবার উপরের ছবিতে দেয়া সব খালি জায়গা ঠিক চিহ্ন দ্বারা পূরণ করুন।
এবার এরকম একটি মেসেজ দেখাবে এবং আপনার কার্ড এপ্রোভ হলে আপনি ইমেইল পেয়ে যাবেন। ইমেইলে আপনার কার্ড পোছানোর তারিখ জানিয়ে দেওয়া হবে।
আপনার জাতীয় পরিচয় পত্র না থাকলে আপনার মা অথবা বাবার পরিচয় পত্র দিতে পারবেন।তবে এতে Payoneer একাউন্ট খুলার সমই তাদের পরিচয় পত্রের মত সব তথ্য দিতে হবে
নোটঃ Payoneer Mastercard এক্টিভ করতে ২৫ ডলার মত লাগে। আপনি যদি রেফারেল লিঙ্ক ব্যবহার করেন তাহলে আপনি ২৫ ডলার পাবেন। ফলে আপনি ২৫ ডলার দিয়ে কার্ড এক্টিভ করতে পারবেন।
No comments:
Post a Comment